NOW READING:
মোথাবাড়ির পথে আটকানো হল সুকান্তকে, বিজেপি-পুলিশ ধস্তাধস্তি
March 30, 2025

মোথাবাড়ির পথে আটকানো হল সুকান্তকে, বিজেপি-পুলিশ ধস্তাধস্তি

মোথাবাড়ির পথে আটকানো হল সুকান্তকে, বিজেপি-পুলিশ ধস্তাধস্তি
Listen to this article



<p>ABP Ananda Live: মোথাবাড়ি পৌঁছনোর আগে আক্রান্তদের সঙ্গে কথা বিজেপি রাজ্য সভাপতির। পুলিশের ভূমিকায় ক্ষোভ সুকান্ত মজুমদারের। ‘মোথাবাড়িতে অশান্তির পর গ্রামে ঢুকে অত্যাচার চালাচ্ছে পুলিশ’। ক্ষমতার অপব্যবহার করছে পুলিশ, আক্রমণ সুকান্তর।</p>
<p>&nbsp;<strong>’লাঠি দিয়ে মেরে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া উচিত ছিল’, অখিল গিরিকে নিশানা দিলীপ ঘোষের&nbsp;</strong></p>
<p>অখিল গিরিকে ‘লাঠিপেটার’ দাওয়াই দিলীপ ঘোষের। ‘অখিল গিরি গতকাল গুন্ডামি করেছেন। অখিলকে মারেনি কেন, ওকে মেরে বের করে দেওয়া উচিত ছিল।’ কাঁথিতে সমবায় ভোটে দাপাদাপি অখিলের, পাল্টা আক্রমণ দিলীপের। ‘সমস্ত ভোটেই অশান্তির অ্যাজেন্ডা তৃণমূলের। একজন বিধায়ক ভোটকেন্দ্রে অশান্তি করবে চুপ করে থাকবে লোকে। লাঠি দিয়ে মেরে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া উচিত ছিল’। অখিল গিরিকে নিশানা দিলীপ ঘোষের</p>



Source link