ডাবল ব্যারেল বন্দুক থেকে পরপর গুলি ছুড়ে ভলিবল টুর্নামেন্টের সূচনা
ABP Ananda LIVE: ডাবল ব্যারেল বন্দুক থেকে পরপর গুলি ছুড়ে ভলিবল টুর্নামেন্টের সূচনা । এই ঘটনাকে ঘিরেই এবার তোলপাড় শুরু হয়েছে মালদা জেলায় । ভাইরাল হয়েছে ঘটনার ভিডিও । ভিডিওয় চারজন ব্যক্তিকে ডাবল ব্যারেল বন্দুক থেকে ৫ বার গুলি ছুড়তে দেখা গিয়েছে । পুলিশ সূত্রে খবর, মানিকচকের নুরপুর হাই স্কুলের মাঠে গতকাল একটি ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয় । সেখানে শূন্যে গুলি ছুড়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয় । পুলিশ সূত্রে খবর, ভলিবল টুর্নামেন্টের আয়োজক স্থানীয় টিপটপ ক্লাব । ঘটনাকে ঘিরে হইচই শুরু হতেই বেপাত্তা আয়োজকরা । পুলিশ সূত্রে খবর, চারটি বন্দুকই বাজেয়াপ্ত করা হয়েছে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
‘হেলে পড়া বাড়ি মানেই বিপজ্জনক নয়..’, বললেন ফিরহাদ হাকিম !
গত দেড় সপ্তাহে ইতিমধ্যেই হেলে পড়া বাড়ির সংখ্যা ৪ টে ছাড়িয়েছে। বাঘা যতীন, বেলঘরিয়া, ট্যাংরা, বিধাননগর পুরসভার দুটি এলাকার পর এবার তপসিয়ায় হেলে পড়েছে বহুতল। আতঙ্কে কাঁটা বাসিন্দারা। আর ঠিক এহেন পরিস্থিতির মাঝেই মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বললেন, ‘সব হেলে পড়া বাড়ি মানেই বিপজ্জনক নয়’ !
এদিন ফিরহাদ হাকিম বলেন,’ সব হেলে পড়া বাড়ি মানেই বিপজ্জনক নয়। কলকাতায় অনেকগুলি বাড়ি আছে। বছরের পর বছর রয়েছে। আংশিক একটু হেলে গিয়েছে। বছরের পর বছর রয়েছে। এদিকের বাড়িটা Sanctioned plan পায়নি। আজকে Structural Ability Test হবে। তারপরে ওনারা কাগজপত্র নিয়ে আমার কাছে আসবেন। FIR তো নিশ্চয়ই হয়েছে। আমি হট করে ..হঠকারী নই। এটা মেয়র ঠিক করবে না, এটা ইঞ্জিনিয়াররা ঠিক করবেন। সব হেলে পড়া বাড়ি বিপজ্জনক নয়, যদি Structural Ability দিয়ে দেয়। যে Structure ঠিক আছে, তাহলে বিপজ্জনক নয়।’