NOW READING:
পরিত্যক্ত বাড়িতে খেলতে যায় ৫ শিশু, পড়ে থাকা বলে পড়ে নজর, পা দিতেই মর্মান্তিক ঘটনা মালদায় !
April 17, 2025

পরিত্যক্ত বাড়িতে খেলতে যায় ৫ শিশু, পড়ে থাকা বলে পড়ে নজর, পা দিতেই মর্মান্তিক ঘটনা মালদায় !

পরিত্যক্ত বাড়িতে খেলতে যায় ৫ শিশু, পড়ে থাকা বলে পড়ে নজর, পা দিতেই মর্মান্তিক ঘটনা মালদায় !
Listen to this article



<p><strong>করুণাময় সিংহ, মালদা:</strong> ফের বোমার আঘাতে রক্তাক্ত শৈশব। আবারও বোমাকে বল ভেবে খেলতে গিয়ে মর্মান্তিক ঘটনা মালদা জেলায়। পরিত্যক্ত বাড়িতে খেলতে গিয়ে বোমার আঘাতে আহত দুই শিশু ! আহতদের নিয়ে যাওয়া হল সিলামপুর গ্রামীণ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানা এলাকার বীরনগর ২ গ্রাম পঞ্চায়েতের দিনুটোলা গ্রামে।</p>
<p>[yt]https://www.youtube.com/watch?v=9Jdm2R1mWbY[/yt]</p>
<p>আরও পড়ুন, <a title="’সুপ্রিম’ নির্দেশে SSC-র ২০১৬-র গোটা প্যানেল বাতিল, কী আছে প্রাথমিকের ৩২ হাজার শিক্ষক-শিক্ষিকার ভাগ্যে ?" href="https://bengali.abplive.com/district/primary-tet-case-recruitment-scam-hearing-on-justice-tapobrota-chakrabortys-division-bench-1131004" target="_self">’সুপ্রিম’ নির্দেশে SSC-র ২০১৬-র গোটা প্যানেল বাতিল, কী আছে প্রাথমিকের ৩২ হাজার শিক্ষক-শিক্ষিকার ভাগ্যে ?</a></p>
<p>ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। ইতিমধ্যেই ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছেছে কালিয়াচক থানার পুলিশ। &zwnj; পুলিশ ওই এলাকাকে ফিতে দিয়ে ঘিরে ফেলেছে, পাশাপাশি বোম স্কোয়াডেও খবর দেওয়া হয়েছে পুলিশের তরফে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ পাঁচ শিশু পরিত্যক্ত বাড়িতে খেলতে গিয়েছিল। সেখানেই একটি বল পায় ওই শিশুরা। ওই বলটি নিয়ে খেলতে গিয়েই বিপত্তি ঘটে। বলটিকে মাটিতে ছুঁড়তেই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে আহত হয় দুই শিশু , বাকিরা বিস্ফোরণের আওয়াজে অচৈতন্য হয়ে যায়। &nbsp;স্থানীয়রা বিস্ফোরণের আওয়াজ পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে। এরপরে দ্রুত উদ্ধার করে ওই দুই শিশুকে সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।&nbsp;</p>
<p>অতীতে লালগোলা থানা এলাকাতেও এমন ঘটনা ঘটেছিল। নসীপুর দিয়ার এলাকায় &nbsp;পরিতক্ত বাড়িতে রাখা হয়েছিল বোমা। সেখানে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয়েছিল ওই দুই ছাত্র- ছাত্রী। এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল এলাকা জুড়ে। বছর দুয়েক আগে পূর্ব মেদিনীপুরেও ঘটেছিল মর্মান্তিক ঘটনা।&nbsp;খাদিকুলে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ কেড়ে নিয়েছিল বারোটা প্রাণ। ঘটনার ১১ দিন পর খাদিকুল গ্রামে যান মুখ্য়মন্ত্রী। &nbsp;প্রতিবারের মতো সেবারও প্রশাসনের তরফে নানা প্রতিশ্রুতি শোনা গিয়েছিল। কিন্তু সেগুলোর বাস্তবায়ন হয়েছে কিনা, তা নিয়েই বড়সড় প্রশ্ন তুলে দিল কোলাঘাটের বিস্ফোরণ। কোলাঘাটের পয়াগ গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে ফিরল এগরার খাদিকুলে বাজি বিস্ফোরণে ঝলসে ১১ জনের মৃত্য়ুর ভয়াবহ স্মৃতি।</p>
<p>পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ কেড়েছিল ১১টি প্রাণ। সেই বিস্ফোরের তীব্রতা এতটাই ছিল যে ছিন্নভিন্ন হয়ে যায় মৃতদেহগুলো। বিস্ফোরণের তীব্রতায় পুকুরে গিয়ে পড়ে মৃতদেহ। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল গোটা এলাকা। এক বছর পর পূর্ব মেদিনীপুরেরই কোলাঘাটের পয়াগ গ্রামে বেআইনিবাবে মজুত বাজিতে বিস্ফোরণের তীব্রতা মনে করাল এগরার খাদিকুল গ্রামে ভয়াবহ বিস্ফোরণের সেই ছবি। এগরায় বিস্ফোরণের পর বিতর্কের মুখে তৎপর হয় প্রশাসন। ঘটনার ১১ দিন পর খাদিকুল গ্রামে যান মুখ্য়মন্ত্রী।&nbsp;</p>
<p>&nbsp;</p>



Source link