করুণাময় সিংহ, মানিকচক: পঞ্চায়েত সমিতির পূর্ণাঙ্গ বাজেট ঘিরে ব্লক প্রশাসনিক ভবনে এলাহী ভোজের আয়োজন। মালদার মানিকচকের সামিয়ানা করে ক্যাটারিং দিয়ে পরিবেশন করা হল খাবার। যার জন্য বরাদ্দ প্রায় সাড়ে চার লক্ষ টাকা। আর এই টাকার অঙ্ক নিয়েই তুঙ্গে রাজনৈতিক তরজা।
এলাহী ভোজের আয়োজন: পঞ্চায়েতে সমিতির বাজেট পেশ উপলক্ষে খাওয়া দাওয়া, আর তার জন্য়ই নাকি বরাদ্দ হয়েছে প্রায় সাড়ে চার লক্ষ টাকা। এমনই চাঞ্চল্য়কর অভিযোগ উঠল মালদার মানিকচক পঞ্চায়েত সমিতি ঘিরে। যা সামনে আসার পর প্রশ্ন উঠছে, এমন কী আয়োজন ছিল এদিন যার জন্য় লক্ষাধিক টাকা বরাদ্দ করতে হল? পঞ্চায়েত সমিতি সূত্রে খবর, বুধবার তৃণমূল পরিচালিত মানিকচক পঞ্চায়েত সমিতির ২০২৫-২০২৬ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল। মোট ২৭ কোটি ৬৯ লক্ষ ৬০ হাজার টাকার বাজেট পেশ করা হয় এদিন। পঞ্চায়েত সমিতির ৩২ জন সদস্যের সর্বসম্মতিক্রমে পাশ হয় বাজেট।
আর এরপরই আয়োজন করা হয় খাওয়া দাওয়ার। পঞ্চায়েত সমিতির অফিসের পাশেই প্যান্ডেল করে করে চলে খাওয়ার আয়োজন। যেখানে পাত পেরে খেতে দেখা যায় পঞ্চায়েত সমিতির সদস্য়দের পরিবারকেও। তৃণমূল নেত্রী তথা মানিকচক পঞ্চায়েত সমিতি সভানেত্রী বলেন পিঙ্কি মণ্ডল, “এটার চল আছে। পঞ্চায়েতে সমিতির নিজস্ব ফান্ডের টাকায় হয়েছে।” যদিও এবিষয়ে মানিকচক পঞ্চায়েত সমিতি সদস্য বিজেপির জয়ন্ত মণ্ডল বলেন, “এখানে বাজেট পেশ হয়। তারপর দেখি খাওয়া দাওয়া। প্রথমে ভাবি যে সদস্য়রাই টাকা দাওয়ার ব্য়বস্থা ছিল পর জানতে পারি, যে পঞ্চায়েত সমিতির টাকায় হচ্ছে।”
এদিকে মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া জানিয়েছেন, ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে সদর মহকুমা শাসককে। তবে এই বিতর্ক আর সীমাবদ্ধ নেই শুধুমাত্র পঞ্চায়েত সমিতিতে। দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক গৌর মণ্ডল বলেন, “তৃণমূল সবটাই চুরি করে। জনগণের টাকা নয়ছয় করে।” মালদা জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু বলেন, “বিজেপির মুখে এই কথা মানায় না। বিজেপি রথকে বেশি টাকা খরচ করা হয়।”
আরও পড়ুন: Baghajatin Building Collapse: ‘আমার যেটা গেছে সেটা ফিরিয়ে দিক’ বাঘাযতীনে বহুতল বিপর্যয়ে মন্তব্য বাসিন্দাদের
আরও দেখুন