মালদার ফের শ্যুটআউট, একজন গুলিবিদ্ধ, মদের আসরে বচসা থেকে গুলি
<p>ABP Ananda Live: বৈষ্ণবনগরে মদের আসরে বচসা থেকে গুলি। ফের সেই মালদা, এবার বৈষ্ণবনগরে শ্যুটআউট। মালদার ফের শ্যুটআউট, একজন গুলিবিদ্ধ। </p>
<p> </p>
<p><strong>’কোনও বিবেকসম্পন্ন মানুষের পক্ষে সম্ভব নয়’, অভয়ার বাবা-মাকে আক্রমণে উল্টো সুর তৃণমূলের অন্দরেই !</strong></p>
<p>’তাঁদের বিরুদ্ধে কোনও কথা বলা বিবেকস্মপন্ন কোনও মানুষের পক্ষে সম্ভব নয়।’ অভয়ার পরিবারকে একযোগে তৃণমূলের একাধিক শীর্ষ নেতার বেলাগাম আক্রমণের এবার উল্টো সুর শোনা গেল হুমায়ুন কবীরের মুখে। অভয়ার বাবা-মাকে আক্রমণ করাকে ‘মোটেই সমর্থন করেন না’ বলে স্পষ্ট জানিয়ে দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। কার্যত কুণাল ঘোষ, মদন মিত্র ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের ভিন্ন সুরে কথা বললেন তিনি।</p>
<p>এ প্রসঙ্গে হুমায়ুন বলেন, "আমি এক সন্তানের বাবা। আমারও মেয়ে আছে। কাজেই, সেই সন্তানহারা যে বাবা-মা তাঁরা কখনো কখনো তাঁদের স্ট্যান্ড পরিবর্তন করছেন, এনিয়ে আমি কোনও কথা বলতে চাই না। বরঞ্চ সেই বাবা-মায়ের প্রতি আমার শ্রদ্ধা-সহানুভূতি থাকবে।" তৃণমূলের বিভিন্ন নেতার অভয়ার বাবা-মাকে আক্রমণ প্রসঙ্গে তাঁর বক্তব্য, "এসবগুলো মোটেই উচিত নয়। যাঁরা বলছেন তাঁদের উচিত, আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেকেন্ড ম্যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ছেড়ে দেওয়া উচিত।" বাবা-মাকে সরাসরি আক্রমণ করাকে সমর্থন করেন ? উত্তরে তৃণমূল বিধায়ক সরাসরি বলেন, "মোটেই না। কারণ, একজন সন্তানহারা বাবা-মাকে আমরা সান্তনা দেওয়া ছাড়া, তাঁদের বিরুদ্ধে কোনও কথা বলা বিবেকস্মপন্ন কোনও মানুষের পক্ষে সম্ভব নয়।"</p>
Source link