NOW READING:
সরকারি হাসপাতালে দালাল-রাজ, ব্য়বস্থা নেওয়ার আশ্বাস জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের
November 19, 2024

সরকারি হাসপাতালে দালাল-রাজ, ব্য়বস্থা নেওয়ার আশ্বাস জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের

সরকারি হাসপাতালে দালাল-রাজ, ব্য়বস্থা নেওয়ার আশ্বাস জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের
Listen to this article


করুণাময় সিংহ, মালদা: দুই সরকারি হাসপাতালে সক্রিয় দালাল চক্র। এই অভিযোগ উঠেছে মালদায় (Malda Broker Syndicate) । ঘটনায় ২ অভিযোগের ভিত্তিতে উপযুক্ত ব্য়বস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলার CMOH।

সক্রিয় দালাল চক্র: কোথাও অভিযোগ হাসপাতালে ঢুকতেই ভুল বুঝিয়ে সোজা নিয়ে যাওয়া হয়েছে রক্ত পরীক্ষা করাতে, তো কোথাও ভাইরাল ভিডিও ঘিরে অভিযোগ উঠেছে জরুরি বিভাগের সামনে রোগীর আত্মীয়দের বেআইনিভাবে ওষুধ বিক্রির। দালাল চক্রের বিরুদ্ধে জোড়া অভিযোগ উঠেছে মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী ব্লক হাসপাতালে। মালদার নয় মাইলের বাসিন্দা দয়মন্তী বর্মনের দাবি, শুক্রবার স্বামীকে নিয়ে হাসপাতালে যান তিনি। অভিযোগ, হাসপাতালে পৌঁছে ডাক্তারের কাছে যাওয়ার আগে সুশান্ত সিংহ নামে এক ব্য়ক্তি রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করাতে বলেন। তাতে রাজি হওয়ায় পার্শ্ববর্তী এক ল্য়াবে নিয়ে গিয়ে করানো হয় রক্ত পরীক্ষা়। নেওয়া হয় ৬৭০ টাকা। মহিলার দাবি, এরপর হাসপাতালে এসে জানতে পারেন, সেই ব্য়ক্তি হাসপাতালের কেউ ছিলেন না। অভিযোগকারিণী দয়মন্তী বর্মন বলেন, “আমি ভেবেছি হাসপাতালের লোক। আমাকে জোর করে বলে রক্ত পরীক্ষা করতে। আমাকে বলল তোমার রোগী সিরিয়াস আগে রক্ত পরীক্ষা হোক। তারপর ডাক্তার ভর্তি নেবে। তারপর ওই দকে পরীক্ষা করতে বলে। আমার কাছে ৬৭০ টাকা নিল। বলল রিপোর্ট দিতে দেরি হবে। আমাকে ডাক্তার জিজ্ঞাসা করে কোথায় পরীক্ষা হল। ও বলল ডিসপেনসারিতে। আমি বললাম মিথ্য়ে। আমি ভাবছিলাম ও হাসপাতালের লোক। আমি বুঝলাম দালালের পাল্লায় পড়ে গেছি।”

এদিকে, হাসপাতালের জরুরি বিভাগের বাইরে বেআইনিভাবে ওষুধ বিক্রির অভিযোগও উঠেছে মালদা মেডিক্য়াল কলেজে। ভাইরাল হয়েছে ভিডিও। হাসপাতাল সূত্রে খবর, রবিবার এক পরিবার চিকিৎসা করাতে আসে হাসপাতালে। ডাক্তার দেখানোর পর, হাসপাতালের জরুরি বিভাগের বাইরে বসে থাকার সময় এক ব্য়ক্তি প্রেসক্রিপশন দেখে ওযুধ বিক্রির চেষ্টা করেন। বিষয়টি নজরে আসে মেডিক্য়াল কলেজের নিরাপত্তারক্ষীদের। তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই পালিয়ে যায় অভিযুক্ত। জেলার ২ সরকারি হাসপাতালে দালাল চক্রের অভিযোগ কার্যত স্বীকার করে নেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি। তিনি বলেন, “বুলবুল চন্ডী গ্রামীণ হাসপাতালের বিষয়টি নিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক খতিয়ে দেখছেন। সংশ্লিষ্ট গ্রামীণ হাসপাতালের রোগীর আত্মীয়রা ছাড়াও বহিরাগতরা প্রবেশ করছে। হাসপাতালে চারিদিকে বাউন্ডারি ওয়াল নেই যার ফলে অনেকেরই আনাগোনা হচ্ছে। অন্যদিকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওষুধ বিক্রির দালাল চক্র প্রসঙ্গে তিনি জানান বিষয়টি নিয়ে ইতিমধ্যেই দুই দুইবার জেলা পুলিশ সুপারের সাথে আলোচনা হয়েছে।”

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: Sealdah Police Kiosk Chaos: বাসে মহিলা যাত্রীর সঙ্গে অভব্যতা, পুলিশ কিয়স্কে ভাঙচুর, গ্রেফতার অভিযুক্ত

আরও দেখুন



Source link