করুণাময় সিংহ, মালদা: ৩৬ বছর ধরে সংশোধনাগারে কেটেছে জীবন। অবশেষে পেলেন মুক্তি। তাঁর বয়স ১০৪। সর্বোচ্চ আদালতের রায়ে পেয়েছেন মুক্তি। ঘটনার সাক্ষী আজ মালদা জেলা। খুনের অভিযোগে বিগত ৩৬ বছর ধরে সংশোধনাগারে বন্দী ছিলেন ১০৪ বছরের বৃদ্ধ রসিক চন্দ্র মন্ডল। বারবার হাইকোর্টে জামিনের আবেদন জানালেও নামঞ্জুর করেছে। শেষমেষ সর্বোচ্চ আদালতের নির্দেশে মুক্তি পেলেন বৃদ্ধ রসিক বাবু।
এই খবরে বেজায় খুশির হাওয়া রসিক বাবুর পরিবারে। ২৯ তারিখ নভেম্বর সুপ্রিম কোর্ট ১০৪ বছরের বৃদ্ধ রশিক চন্দ্র মন্ডলের জামিন মঞ্জুর করেন। মঙ্গলবার জামিনের কাগজ মালদা জেলা সংশোধনাগারের পৌঁছায়। এরপর মুক্তি দেওয়া হয় রসিকবাবুকে।
প্রসঙ্গত, গত ৩৬ বছর আগে এক খুনের ঘটনায় নাম জড়ায় মানিকচক গ্রাম পঞ্চায়েতের পশ্চিম নারায়ণপুর কলোনি বাসিন্দা রসিক চন্দ্র মন্ডল সহ বেশ কয়েকজনের। বিগত ৮ নভেম্বর ১৯৮৮ সালের ঘটনা। রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে রসিকবাবুর ভাই সুরেশ মন্ডলকে গুলি করে খুনের ঘটনা ঘটে। সেই সময় জমি বিবাদ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বচসা চলছিল। মৃতের বাড়ির দাবি দাদা রসিক মন্ডলই খুন করেছে তার ভাইকে।
আরও পড়ুন, ছুটির দিনে বিরক্তি নিয়ে কাজে গিয়েছিলেন, শেষে লটারি জিতে লাখপতি তরুণী
এরপর মানিকচক থানায় দাদা রসিক চন্দ্র মন্ডল সহ বেশ কয়েকজনের নামে খুনের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযুক্ত রসিক চন্দ্র মন্ডল ও তার সহযোগী মথুরাপুরের বাসিন্দা জিতেন মন্ডলকে গ্রেপ্তার করে মানিকচক থানার পুলিস। সেই সময় থেকে সংশোধনাগারের বন্দী দশা শুরু বৃদ্ধ রসিক বাবুর। মাঝে বেশ কয়েক বছর জামিনে মুক্তি পেলেও আবারও সংশোধনাগারে বন্দি দশা। তার স্থায়ী ঠিকানা হয়ে দাঁড়ায় মালদা জেল সংশোধনাগার। ভারতীয় আইন অনুযায়ী একটি নির্দিষ্ট বয়সের পরে জেল বন্দিদের মুক্তি দেওয়া হয়। তবে রসিকবাবুর সঙ্গে এমনটা ঘটেনি। কিন্তু হাল ছাড়েনি রসিক বাবুর ছেলে ও পৌত্ররা। হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্টে বারবার আবেদন জানিয়েছেন জামিনের। শেষমেষ ফল এসেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও দেখুন