NOW READING:
Malaika Arora-Kumar Sangakkara: কার টানে সোজা ডাগআউটে বসলেন মালাইকা? মাঠেই কিংবদন্তির সঙ্গে নায়িকার অস্থির…
April 1, 2025

Malaika Arora-Kumar Sangakkara: কার টানে সোজা ডাগআউটে বসলেন মালাইকা? মাঠেই কিংবদন্তির সঙ্গে নায়িকার অস্থির…

Malaika Arora-Kumar Sangakkara: কার টানে সোজা ডাগআউটে বসলেন মালাইকা? মাঠেই কিংবদন্তির সঙ্গে নায়িকার অস্থির…
Listen to this article


জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি আইপিএলের (IPL 2025), ১১ নম্বর ম্যাচে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস-চেন্নাই সুপার কিংস (Rajasthan Royals vs Chennai Super Kings)। শেষ ওভারের রুদ্ধশ্বাস থ্রিলারে ৬ রানে জিতে যায় রাজস্থান। মরসুমের পরপর দুই ম্যাচে হেরে তৃতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছেন রিয়ান পরাগরা! তবে গুয়াহাটিতে আলাদা ভাবে প্রচারের আলোয় এসেছেন বলি অভিনেত্রী মালাইকা অরোরা (Malaika Arora)! 

আরও পড়ুন: Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News 

মালাইকা কিন্তু ভিআইপি বক্সে নয়, রাজস্থানের জার্সি গায়ে বসে ছিলেন ডাগআউটে। যেখানে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের দেখা যায়, সেখানে আচমকাই মালাইকাকে দেখে অনেকেই অবাক হয়েছেন। তবে খবর আরও এক জায়গায়। মালাইকার পাশে ছিলেন দ্বীপরাষ্ট্রের কিংবদন্তি ক্রিকেটার কুমার সঙ্গাকারা (Kumar Sangakkara)। যিনি রাজস্থানের ডিরেক্টর অফ ক্রিকেট পদে রয়েছেন। মালাইকা এবং সঙ্গাকারা এখন ডেট করছেন বলেই গুঞ্জন। যদিও ক্রিকেটার বা অভিনেত্রী এই বিষয়ে মুখ খোলেননি। বা এর আগে তাঁদেরকে একসঙ্গে কোথাও দেখাও যায়নি। এই প্রথম সকলের সামনে মালাইকা-সঙ্গাকারা, তাও আবার আইপিএলের মঞ্চে। মাঠে এই দুয়ের ছবি ভাইরাল হয়ে গিয়েছে। আর যা দেখে নেটপাড়া অস্থির হয়ে গিয়েছে। 

অর্জুন কাপুরের সঙ্গে ব্রেক-আপের পর মালাইকা এখন অফিসিয়ালি সিঙ্গল। তবে সঙ্গাকারা বিবাহিত। ২০০৩ সালে ইয়েহালির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন তিনি। মালাইকা এবং সঙ্গাকে একসঙ্গে দেখার পর যখন বিস্তর লেখালিখি হচ্ছে, তখন মালাইকার এক ঘনিষ্ঠ বলেছেন,’দু’জন মানুষ পাশাপাশি বসে আছে মানে তো এই নয় যে, তারা ডেটিং করছে। মানুষের উচিত এই রকম ভিত্তিহীন গল্প বানানো বন্ধ করা।’ তবে কথায় বলে, যা রটে, তার কিছুটা তো বটে। এখন দেখার মালাইকা-সঙ্গাকারার সম্পর্ক নিয়ে আর কী আপডেট আসে! মালাইকার সঙ্গে সম্প্রতি বিক্রম ফাড়নিসের নামও জুড়েছে। তাঁদের একসঙ্গে ডিনার ডেটেও দেখা গিয়েছিল। 

রয়্যালসদের নিয়মিত অধিনায়ক সঞ্জু স্যামসন দলে আছেন ঠিকই, কিন্তু তিনি নেতৃত্ব দিচ্ছেন না। কেরলের নায়ক এই মুহূর্তে আঙুলের চোটে ভুগছেন। সঞ্জুর বদলে আপাতত অস্থায়ী অধিনায়ক হয়েছেন রিয়ান। সঞ্জু এখনও উইকেটকিপিং এবং ফিল্ডিং করার ছাড়পত্র পাননি। তবে স্যামসন কোনও ম্যাচই মিস করবেন না, ফ্র্যাঞ্চাইজি তাঁকে একজন বিশেষজ্ঞ ব্যাটার হিসেবেই খেলাবে।

আরও পড়ুন:  সার্চ হিস্ট্রিতে চরম ‘নোংরামি’, এবার ভরা মাঠে প্রকাশ্যেই অভব্যতা! অসমের আইপিএল তারকা…

আরও পড়ুন: ‘হলুদ কন্যা’র অঙ্গভঙ্গিতে বর্ষাপাড়ায় আগুন! ভরা গ্যালারিতে দাঁড়িয়ে আঙুল দিয়েই…

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link