জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: KIIT বিশ্ববিদ্যালয় (Deemed to be University)ভুবনেশ্বর, বহু-বিষয়ভিত্তিক শিক্ষায় শ্রেষ্ঠত্বের জন্য পরিচিত, খেলাধুলার ক্ষেত্রেও অসাধারণ অবদান রেখেছে। অলিম্পিকে যোগদানের জন্য যে যে পরিকাঠামোর দরকার, সেই সমস্ত ক্রীড়া পরিকাঠামো রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। এখনও পর্যন্ত ৫,০০০-র বেশি ক্রীড়া প্রতিভাকে গড়ে তুলেছে কেআইআইটি, যাদের অনেকেই জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে বিশাল সাফল্য অর্জন করেছেন।
আরও পড়ুন- Thunderstorm Tragedy: বজ্রপাতে মৃত্যুমিছিল! নিহত ৮০-র বেশি, ৪ লক্ষ ক্ষতিপূরণ ঘোষণা সরকারের…
গত এক দশকে, এই বিশ্ববিদ্যালয় অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে এক গৌরবময় রেকর্ড গড়েছে, যেখানে ২৩ জন ক্রীড়াবিদ বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্টে ভারতের হয়ে অংশগ্রহণ করেছেন। এই বছর, ক্রীড়াক্ষেত্রে KIIT-এর গৌরবময় ঐতিহ্য এক নতুন উচ্চতায় পৌঁছেছে, যখন প্যারা হাই জাম্পার প্রবীণ কুমার প্রথম KIIT ছাত্র হিসেবে ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে ভূষিত হন। পাশাপাশি, আরও তিনজন প্রতিভাবান KIIT শিক্ষার্থী— সাঁতারে সজ্জন প্রকাশ, জ্যাভেলিন থ্রো (অ্যাথলেটিক্স)-এ অন্নু রানি এবং ১০০ মিটার হার্ডলস (অ্যাথলেটিক্স)-এ জ্যোতি ইয়াররাজি— তাদের অসাধারণ ক্রীড়া পারফরম্যান্সের জন্য অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছেন।
এই সর্বশেষ স্বীকৃতিগুলির মাধ্যমে KIIT থেকে অর্জুন পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। পূর্বের প্রাপকদের মধ্যে রয়েছেন দ্যুতি চাঁদ (অ্যাথলেটিক্স), সি.এ. ভবানী দেবী (ফেন্সিং), অমিত রোহিদাস (হকি), সিনিমোল পাওলোস (অ্যাথলেটিক্স), এম.আর. পূবাম্মা (অ্যাথলেটিক্স), তাজিন্দারপাল সিং তূর (অ্যাথলেটিক্স), প্রবীণ কুমার (প্যারা-অ্যাথলেটিক্স), এবং পারুল চৌধুরী (অ্যাথলেটিক্স)। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষে ক্রীড়াক্ষেত্রে এত সংখ্যক উচ্চমানের ক্রীড়াবিদ গড়ে তোলা সত্যিই অনন্য এবং প্রশংসনীয় বিষয়।
আরও পড়ুন- ISL Final: ফাইনালে স্কোর কী হবে? গোলের ব্যবধানও জানেন জারাগোজা-মোলিনা! শুনলে চমকে যাবেন…
ডঃ অচ্যুত সামন্ত, KIIT, KISS এবং KIMS-এর প্রতিষ্ঠাতা, প্রায় তিন দশক আগে বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই ক্রীড়াকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন কৌশলগত ও দূরদর্শীভাবে। তাঁর এই দূরদর্শী উদ্যোগই আজ KIIT-কে এক ক্রীড়াশক্তিতে রূপান্তরিত করেছে। পুরস্কারপ্রাপ্তদের শুভেচ্ছা ও ভবিষ্যতের সাফল্য কামনা করে তিনি বলেন, “আমাদের ক্রীড়াবিদদের এই অসাধারণ যাত্রা ও কৃতিত্ব পুরো KIIT পরিবারকে গর্বিত করেছে।”
[এই প্রতিবেদনটি IndiaDotCom Pvt Lt-এর কনজিউমার কানেক্টেড একটি উদ্যোগ। জি ২৪ ঘণ্টা ডিজিটাল সম্পাদকীয় বিভাগ প্রতিবেদনের বক্তব্যের জন্য দায়বদ্ধ না।]
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)