NOW READING:
ডান চোখে গভীর ক্ষত, কেমন আছেন বাঘের হানায় আক্রান্ত বন দফতরের কর্মী?
February 12, 2025

ডান চোখে গভীর ক্ষত, কেমন আছেন বাঘের হানায় আক্রান্ত বন দফতরের কর্মী?

ডান চোখে গভীর ক্ষত, কেমন আছেন বাঘের হানায় আক্রান্ত বন দফতরের কর্মী?
Listen to this article



<p><strong>ঝিলম করঞ্জাই, কলকাতা:</strong> মৈপীঠে বাঘের হানায় জখম বন দফতরের কর্মী গণেশ শ্যামলের শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে এখনও তিনি বিপন্মুক্ত নন। হাসপাতাল সূত্রে খবর, তাঁর ডান চোখে আঘাত গুরুতর। চোখে রক্ত জমাট বেঁধে রয়েছে। দেখতে অসুবিধা হচ্ছে।&nbsp;</p>
<p>রবিবার থেকে বাঘের ভয়ে কাঁপছিল মৈপীঠের নগেনাবাদ এলাকা। সোমবার, এক বনকর্মীর ওপর হামলা চালায় রয়্যাল বেঙ্গল। লাফ দিয়ে কামড়ে ধরে বনকর্মী গণেশ শ্যামলের মাথা। কার্যত বাঘে-মানুষে লড়াই চলে। অন্য বনকর্মীরা তাঁদের সঙ্গীকে বাঘের মুখ থেকে ছাড়িয়ে আনেন। বর্তমানে SSKM হাসপাতালের ট্রমা কেয়ারে চিকিৎসাধীন রয়েছেন।</p>
<p><strong>হাসপাতাল সূত্রে খবর,</strong></p>
<ul>
<li>বন দফতরের কর্মী গণেশ শ্যামলে আগের তুলনায় স্থিতিশীল অবস্থায় রয়েছেন। যদিও চিকিৎসকরা জানাচ্ছেন, বিপন্মুক্ত নন।&nbsp;</li>
<li>ডান চোখে আঘাত গুরুতর। চোখে রক্ত জমাট বেঁধে রয়েছে। চোখে দেখতে অসুবিধা হচ্ছে তার। বাম চোখে দেখতে পাচ্ছেন তিনি।</li>
<li>খুব সামান্যই দেখতে পাচ্ছেন তিনি। চিকিৎসকরা অনুমান করছেন ডান চোখের নার্ভে আঘাত গুরুতর।</li>
<li>গতকাল চোখের MRI-সহ বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। মাথায় গভীর ক্ষত হওয়ায় প্লাস্টিক সার্জারির কথা ভাবছেন চিকিৎসকরা। মাথায় প্লাস্টিক সার্জারি করার কথা ভাবছেন চিকিৎসকরা।</li>
</ul>
<p>দু-দিন ধরে কার্যত লোকালয়ে দাপিয়ে বেড়িয়ে, বনকর্মীকে জখম করে হঠাৎ করে ধরা পড়ে মৈপীঠের রয়্যাল বেঙ্গল। রবিবার থেকে বাঘের ভয়ে কাঁপছিল মৈপীঠের নগেনাবাদ এলাকা। সোমবার ওই বনকর্মীর ওপর হামলা চালায় রয়্যাল বেঙ্গল। কার্যত বাঘে-মানুষে লড়াই চলে। অন্য বনকর্মীরা তাঁদের সঙ্গীকে বাঘের মুখ থেকে ছাড়িয়ে আনেন। এরপর, থেকে চাষের খেতে লুকিয়ে ছিল রয়্যাল বেঙ্গল। বাঘ ধরতে পাতা হয় খাঁচা। দেওয়া হয় ছাগলের টোপ। রাত সাড়ে ৩টে নাগাদ ছাগলের টোপে বন দফতরের পাতা খাঁচায় বন্দি হয় বাঘ। বাঘের হামলা চোখের সামনে দেখেছেন নগেনাবাদের বাসিন্দা ভীম মণ্ডল। এখনও ভয়ে তটস্থ তিনি। প্রত্যক্ষদর্শী ভীম মণ্ডল জানান, "গাছের তলায় শুয়েছিল বাঘ, আমি তো গাছে উঠে পড়েছি। বন কর্মীরা নামতে বলছিল। নামব কী করে বাঘ তো নীচে শুয়ে। তারপরই ঝাঁপ মারল। ধারেকাছে বড় গাছ না পেয়ে সজনে গাছে উঠে পড়েছিলাম।&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>
<p><strong>আরও পড়ুন: <a title="Madhyamik Exam 2025: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তারস্বরে মাইক, তৃণমূলের রক্তদান শিবির ঘিরে বিতর্ক" href="https://bengali.abplive.com/district/madhyamik-exam-2025-howrahtrinamool-blood-donation-camp-continues-with-microphones-1120078" target="_self">Madhyamik Exam 2025: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তারস্বরে মাইক, তৃণমূলের রক্তদান শিবির ঘিরে বিতর্ক</a></strong></p>



Source link