NOW READING:
ATM Fraud: কেউ হারিয়েছিলেন ৩০ হাজার, কেউ ১ লাখ, সার্ভে পার্ক এটিএম জালিয়াতিকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত
March 15, 2025

ATM Fraud: কেউ হারিয়েছিলেন ৩০ হাজার, কেউ ১ লাখ, সার্ভে পার্ক এটিএম জালিয়াতিকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত

ATM Fraud: কেউ হারিয়েছিলেন ৩০ হাজার, কেউ ১ লাখ, সার্ভে পার্ক এটিএম জালিয়াতিকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত
Listen to this article


অয়ন ঘোষাল: এবছর ফেব্রুয়ারি মাসে সার্ভে পার্ক এলাকায় কিশোর ভারতী স্টেডিয়াম সংলগ্ন রাষ্ট্রায়ত্ব একটি ব্যাঙ্কের এটিএমে জালিয়াতির শিকার হন একাধিক ব্যক্তি। সেই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল গোয়েন্দা বিভাগ।  যেখানে একজন প্রতারিত ব্যক্তি ১ লক্ষ টাকা হারিয়েছিলেন। বাঁশদ্রোণী ও ঠাকুরপুকুরে একাধিক জালিয়াতির সঙ্গে জড়িত ওই অভিযুক্ত। স্কিমার ব্যবহার করে এবং ভুয়ো হেল্পলাইনের মাধ্যমে গ্রাহকদের প্রতারণা করা হত। ওই খবর প্রথম প্রচারিত হয় জি ২৪ ঘণ্টায়।

আরও পড়ুন- এবার ভোটার কার্ডের সঙ্গে জুড়ছে আধার! বড় পদক্ষেপের পথে কমিশন…

কলকাতার সার্ভে পার্ক এলাকায় কিশোর ভারতী স্টেডিয়াম লাগোয়া একটি এটিএমে কোনও কোনও গ্রহকের ডেবিট কার্ড আটকে যেত। পরে মোবাইলে চলে আসত টাকা তুলে নেওয়ার এসএমএস। কারও ২৫ হাজার, কারও ৩০ হাজার, কারও আবার লাখ টাকারও বেশি তুলে নেওয়ার অভিযোগ উঠেছিল। এনিয়ে সার্ভে পার্ক এলাকায় লিখিত অভিযোগ দায়ের হয়।

সার্ভে পার্ক এলাকায় যেসব অভিযোগ জমা পড়ে সেখানে বক্তব্য ছিল, কার্ড দিলে ওই এটিএমে তা গিলে ফেলে। টাকা তোলার পর তা ফিরে আসার কথা। কিন্তু তা আসছে না। ওইরকম কোনও কিছু হলে ব্যাঙ্কের হেল্পলাইনে জানাতে হয়। পরের দিন যত দ্রুত সম্ভব ব্যাঙ্কে এসে কার্ড ব্লক করতে হয়। সার্ভে পার্ক এলাকায় ওই এটিএম-এ যাদের কার্ড আটকে যায় তারা ওই গাইডলাইন মেনেছিলেন। তার পরেও তারা তাদের টাকা বাঁচাতে পারেননি। ওই অভিযোগ পেয়েই তদন্তে নামে সার্ভে পার্ক থানা। মেশিনটি পরীক্ষা করা হয়। শেষপর্যন্ত তদন্ত করে ওই অভিযুক্তকে ধরল পুলিস।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link