NOW READING:
বন্ধ লেভেল ক্রসিংয়ে ঢুকে পড়ে,চলন্ত ট্রেনের সামনে পড়ে ২ টুকরো ট্রাক; দেখুন ভিডিও
March 14, 2025

বন্ধ লেভেল ক্রসিংয়ে ঢুকে পড়ে,চলন্ত ট্রেনের সামনে পড়ে ২ টুকরো ট্রাক; দেখুন ভিডিও

বন্ধ লেভেল ক্রসিংয়ে ঢুকে পড়ে,চলন্ত ট্রেনের সামনে পড়ে ২ টুকরো ট্রাক; দেখুন ভিডিও
Listen to this article


বোড়ওয়াড় : ট্রেন ও ট্রাকের সংঘর্ষ। রেল স্টেশনের কাছে রেল ক্রসিংয়ে ঘটে গেল বড় বিপর্যয়। শুক্রবার সকালে মহারাষ্ট্র্রে বোড়ওয়াড় রেল স্টেশনে কাছে ঘটে এই ঘটনা। যার জেরে সাময়িক রেল ট্রাফিক বিপর্যস্ত হয়ে পড়ে। তবে, সব যাত্রী ও ট্রাক চালক নিরাপদেই আছেন বলে জানিয়েছেন রেল আধিকারিকরা। এমনকী কোনও চোটও পাননি তাঁরা। 

এই ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, সংঘর্ষের জেরে দুই টুকরে হয়ে গেছে ট্রাকটি। ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোচ্ছে। ট্রাকের সামনের অংশ ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে থাকতে দেখা গেছে। যদিও ট্রেনের ইঞ্জিনের কোনও ক্ষতি হয়নি।

 

আধিকারিকরা জানিয়েছেন, গম নিয়ে যাচ্ছিল ট্রাক। ভোর সাড়ে ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। গম বহনকারী ট্রাকটি অননুমোদিত পথ দিয়ে রেললাইন অতিক্রম করার চেষ্টা করার সময় এই দুর্ঘটনা ঘটে বলে সর্বভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া সূত্রের খবর। এক আধিকারিক TOI-কে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ওই লেভেল ক্রসিং বন্ধ ছিল। তার জায়গায় একটি রেলওয়ে ওভার ব্রিজ তৈরি করা হয়েছে। ট্রাকটি পুরনো লেভেল ক্রসিং স্টপার ভেঙে পড়ে। 

এই দুর্ঘটনার জেরে রেলের পরিকাঠামো নষ্ট হয়েছে। ওভারহেডের তার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে রেল চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়, যা সকাল ৮:৫০ মিনিট নাগাদ পুনরায় স্বাভাবিক হয়। দুর্ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা।

দিনকয়েক আগেই সোদপুর স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় দুই জনের মৃত্যু হয়। হাটেবাজারে এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় দুই মহিলার ! এঁদের মধ্যে একজনের দেহ মেলে সোদপুরে, আরেক জনের দেহ উদ্ধার হয় নৈহাটি থেকে ! শিয়ালদা থেকে বিহারের সহর্সা যাচ্ছিল হাটেবাজারে এক্সপ্রেস। সেই সময় সোদপুর স্টেশনের আগে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে নৈহাটিতে মেলা মহিলার দেহ। নৈহাটি স্টেশনের কাছ থেকে সেই দেহ উদ্ধার হয়। উল্লেখ্য, সোদপুর স্টেশনের আগে রেলগেটের কাছে আপ হাটেবাজারে এক্সপ্রেস যখন যাচ্ছিল, সেই সময় ওই দুই মহিলা রেললাইন পার হচ্ছিলেন।

আরও দেখুন





Source link