জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাইরে তখন দুই বাড়ির-ই পরিবারের বড়রা বসে দুজনের বিয়ের দিন ঠিক করছেন, এদিকে ঘরের মধ্যে যুগল ঘটিয়ে ফেলল মারাত্মক কাণ্ড! অষ্টাদশী প্রেমিকাকে খুন করে আত্মঘাতী হল প্রেমিক যুবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের কোলাপুরে।
জানা গিয়েছে, ওই যুগল দীর্ঘদিন ধরেই সম্পর্কে ছিলেন। এখন কিশোরী প্রাপ্তবয়স্ক হতেই প্রেমিকের বাড়ি থেকে সবাই মিলে বিয়ের দিন ঠিক করতে তাঁর বাড়িতে আসেন। কিন্তু বিয়ের পরিকল্পনা নিয়ে মতবিরোধ ঘটতেই ২৯ বছরের প্রেমিক তাঁর ১৮ বছরের প্রেমিকাকে খুন করে নিজেও আত্মঘাতী হন।
পরিবার ও পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘরের বাইরে তখন বড়রা বসে বিয়ে নিয়ে কথা বলছেন। আর ঘরের মধ্যে ছিল যুগল। সেইসময় মতবিরোধ থেকে কথা কাটাকাটি বাধে। সেই তর্কাতর্কির সময়ই প্রেমিক যুবক ছুরি দিয়ে কুপিয়ে খুন করেন তাঁর অষ্টাদশী প্রেমিকাকে।
তারপর ওই যুবক নিজেও একই ছুরিতে আত্মঘাতী হন। এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
Disclaimer: আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ…
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
8th Pay Commission: অষ্টম পে কমিশনে ৪০-৫০% বেতন বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের? ন্যূনতম বেতন হতে পারে…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)