NOW READING:
Malhar Certificate: হালালের হিন্দু বিকল্প এবার সার্টিফিকেট-সহ! কিনতে হবে ‘মালহার’ মিট…
March 11, 2025

Malhar Certificate: হালালের হিন্দু বিকল্প এবার সার্টিফিকেট-সহ! কিনতে হবে ‘মালহার’ মিট…

Malhar Certificate: হালালের হিন্দু বিকল্প এবার সার্টিফিকেট-সহ! কিনতে হবে ‘মালহার’ মিট…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হালাল মাংসের পাশাপাশি এবার মিলবে ‘মালহার’ সার্টিফিফায়েড মাংস। ওই সার্টিফিকেট দেওয়া হবে হিন্দুদের জন্য ঝটকা পদ্ধতিতে তৈরি করা মাটন ও চিকেনের জন্য। এমনটাই ব্যবস্থা করেছে মহারাষ্ট্র সরকার। রাজ্যের মন্ত্রী নীতেশ রানে এর জন্য একটি রেজিস্ট্রেশন পোর্টালের উদ্বোধন করেছেন। সেখানে ‘মালহার’ সার্টিফিকেটের জন্য আবেদন করা যাবে।

আরও পড়ুন-আত্মহত্যা নয় খুন! বাবাকে নির্মম বাঁশপেটা মেয়ের, মৃত্যুর পর বিস্ফোরক ভিডিয়োয় সত্য ফাঁস…

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ওই পোর্টালের কথা জানিয়েছেন রানে। পাশাপাশি হিন্দুদের কাছে তিনি আবেদন করেছেন যাতে তারা ওই মালহার সার্টিফিকেট দেওয়া মাংসই কেনেন। ওই পোস্টে রানে লেখেন, মহারাষ্ট্রের হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হল। এর ফলে মাংসের দোকানগুলিতে মালহার সার্টিফিকেট দেওয়া ঝটকা মাংসই পাওয়া যাবে। এতে স্বস্তিতেই থাকতে পারবেন হিন্দুরা।

মন্ত্রী জানিয়েছেন মালহার সার্টিফিকেট থাকার ফলে কোনও দোকানে ছাগল, ভেড়া ও মুরগীর মাংসই পাওয়া যাবে এবং তা ঝটকা পদ্ধতিতে হত্যা করা পশুর মাংস। এতে উপকৃত হবেন হিন্দু ও শিখরা। ফলে অন্য মাংসের সঙ্গে মিশ্রণের কোনও সুযোগই থাকবে না। এতে হিন্দুদের মধ্যে খতিকদের একছাতার তলায় আনা যাবে। সরকারি ওয়েবসাইটে বলে দেওয়া হয়েছে পশু হত্যার সময় যেন কঠোরভাবে হিন্দু পশুহত্যা রীতিই মানা হয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link