Maharashtra: দেবেন্দ্র ফড়নবীশই মহারাষ্ট্রের কুর্সিতে! বিজেপি’র কোর কমিটি তাঁর নাম ঠিক করার পরেই শপথের তোড়জোড়…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রত্যাশিতই ছিল। কদিন ধরেই তাঁর নামই ঘোরাঘুরি করছিল। প্রথমে বিজেপির নেতা নির্বাচিত হয়েছিলেন। পরে বিজেপির কোর কমিটি তাঁর নামই ঠিক করল। এবং সেই প্রক্রিয়া মুখ্যমন্ত্রিত্বের পদের দিকে দেবেন্দ্রর যাত্রা নিশ্চিত করল। সম্ভবত ৫ ডিসেম্বর তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান।
আরও পড়ুন: Potato Supply: আলু সেই ৩৬ বা ৪২! ধর্মঘট উঠলেও আলুর দাম কেন একই জায়গায়? বাজারে-বাজারে উষ্মা…
আগেই শোনা গিয়েছিল, মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর শপথের জন্য মুম্বইয়ের আজাদ ময়দানে মঞ্চ বাঁধার কাজ শুরু হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার শপথ গ্রহণের দিনক্ষণ একতরফা ভাবে ঠিক করেও ফেলেছিল বিজেপি। অথচ মুখ্য়মন্ত্রী কে হবেন, তা নাকি তখনও ঠিক করে উঠতে পারেনি বিজেপি-শিবসেনা (শিন্ডে) শিবির। এদিকে, জ্বর ও গলায় সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি একনাথ শিন্ডে। ফলে, মহারাষ্ট্রের রাজনীতিতে শেষপর্যন্ত কী হতে চলেছে তা নিয়ে জল্পনা বাড়ছে।
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে রাজ্যের ২৮৮ আসনের মধ্যে ২৩০ আসনই পেয়েছে বিজেপি, এনসিপি (অজিত পাওয়ার) ও শিবসেনা (একনাথ শিন্ডে) মহাজোট। এর মধ্যে বেশিরভাগ আসনই দখল করেছে বিজেপি। কিন্তু জোটের মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে তখনও কোনও ফয়সলা হয়নি। সম্প্রতি দিল্লি গিয়ে অমিত শাহর সঙ্গে দেখাও করে এসেছিলেন শিন্ডে। তারপর অবশ্য মুখ্যমন্ত্রীর পদ নিয়ে তিনি চুপই থেকেছেন।
এদিকে, তখনই বাতাসে ভাসছিল দেবেন্দ্র ফড়নবীসের নামও। বিজেপি সূত্রে খবর ছিল, মুখ্যমন্ত্রী হতে পারেন দেবেন্দ্র ফড়নবীসও। শিন্ডে হয়তো উপমুখ্যমন্ত্রী হবেন। রাজনৈতিক মহলে জল্পনা, বিজেপি শিবির থেকে মুখ্যমন্ত্রী হলে ছেড়ে কথা বলার পাত্র নন শিন্ডে। ফলে মুখ্যমন্ত্রীর শপথ নিয়ে জোট-জটিলতার একটা আশঙ্কা থেকেই গিয়েছিল। গতকাল, মঙ্গলবার সকালে বিধানভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন জোটের বিধায়কেরা, ঠিক ছিল এমনই। সেখানেই তাঁরা তাঁদের নেতা নির্বাচন করতে পারেন।
ওদিকে, দিল্লি থেকে ফিরে একনাথ শিন্ডে ঘোষণা করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই মুখ্যমন্ত্রী ঠিক করবেন। পাশাপাশি তিনি আরও বলেছিলেন, সরকার গঠনের পথে তিনি কোনও বাধা হবেন না। যা সিদ্ধান্ত নেওয়ার তা নরেন্দ্র মোদী ও অমিত শাহই নেবেন।
ওদিকে ভোটের ফলাফল ঘোষণার ১০ দিন পরও মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে না পারায় বিজেপি জোটকে বিঁধেছিলেন উদ্ধব ঠাকরে। একটি পোস্টে তিনি লিখেছিলেন, ভোটে জেতার পরেও এতদিনে সরকার গঠন করতে পারল বা বিজপি জোট। কারণ তাদের কাছে মহারাষ্ট্রের কোনও গুরুত্ব নেই।
আরও পড়ুন: Death Clock: হাত-দেখা, জ্যোতিষ এসব এবার ছাড়ুন! ‘কবে মৃত্যু’ বলে দিচ্ছে সামান্য় একটা ঘড়িই…
কিন্তু তখন থেকেই খেলা ঘুরতে থাকে তলায়-তলায়। আর, আজ, বুধবার পরিষ্কার হয়ে গেল, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রিত্বে বসতে চলেছেন দেবেন্দ্র ফড়নবীসই। এবং খুব সম্ভবত, আগামীকাল, বৃহস্পতিবারই তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)