# Tags
#Blog

আপত্তিকর মন্তব্য করে চূড়ান্ত কটাক্ষের শিকার ‘বিয়ারবাইসেপস’, এ বিষয়ে কী বললেন দেবেন্দ্র ফড়নবীশ

আপত্তিকর মন্তব্য করে চূড়ান্ত কটাক্ষের শিকার ‘বিয়ারবাইসেপস’, এ বিষয়ে কী বললেন দেবেন্দ্র ফড়নবীশ
Listen to this article


কলকাতা: সকাল থেকেই ইউটিউবার ‘বিয়ারবাইসেপস’ রণবীর এলাহাবাদিয়ার (Ranveer Allahbadia) মন্তব্য নিয়ে তোলপাড়। সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত নিন্দার স্বীকার হয়েছেন ইউটিউবার। বিতর্কিত মন্তব্যের পরে তিনি প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন। তবে এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন মহারাষ্টের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ (Maharashtra CM Devendra Fadnavis)। তিনি বললেন, ‘কেউ যদি সীমালঙ্ঘন করে, তাহলে তাঁর বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেওয়া উচিত।’ 

ঠিক কী মন্তব্য করেছিলেন রণবীর যেখান থেকে শুরু হয়েছে এত জল্পনা? ইউটিউবে কমেডিয়ান সময় রায়নার শো India’s Got Latent- এ প্যানেলিস্ট হয়ে এসেছিলেন রণবীর এলাহাবাদিয়া এবং অপূর্বা মখিজা। এই দলে ছিলেন আরেক কনটেন্ট ক্রিয়েটার আশিস চাঞ্চলানিও। ইতিমধ্যেই ওই এপিসোডের একটি নির্দিষ্ট ক্লিপিং ভাইরাল হয়ে গিয়েছে। আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের হয়েছে কিনা তা স্পষ্ট নয়। তবে India’s Got Latent শোয়ের আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বলে শোনা যাচ্ছে। এই শো- তে আসা এক প্রতিযোগীকে রণবীর জিজ্ঞেস করেছেন, “Watch your parents have sex every day for the rest of your life. Or would you join in once and stop it forever?” এখানেই শেষ নয়। পরবর্তীতে ওই প্রতিযোগীকে ফের রণবীর জিজ্ঞেস করেন তাঁর যৌনাঙ্গের আয়তন (সাইজ) কত? রণবীরের এমন প্রশ্ন শুনে খানিক চমকে গিয়েছেন কমেডিয়ান সময় রায়নাও। যদিও তিনি নিজে ‘ডার্ক হিউমার’- এর জন্যই প্রসিদ্ধ, তাও তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘এটা কী হচ্ছে? রণবীর ভাইয়ের কী হয়েছে?’ 

এই মন্তব্যের বিষয়ে আজ মহারাষ্টের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ বলেন, ‘শো-এ কিছু বিতর্ক হয়েছে সেটা আমারও কানে এসেছে। তবে আমি মন্তব্যটা দেখিনি। কোনও বিষয়কে যদি আপত্তিকর মন্তব্য করা হয়, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। প্রত্যেকেরই বাকস্বাধীনতা রয়েছে। কিন্তু সেই বাকস্বাধীনতা ততক্ষণ পর্যন্তই থাকতে পারে যতক্ষণ না সেটা অন্য কাউকে আঘাত করছে বা অন্য কারও বাকস্বাধীনতার ওপর চাপ তৈরি করছে। এটা ঠিক নয়। প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে। আর সেই নিয়ম ভাঙলে ব্যবস্থা নেওয়া উচিত। 

 

আরও পড়ুন: Saif Ali Khan News: গাড়ি নয়, কেন অটো করেই পৌঁছেছিলেন হাসপাতালে? এবার মুখ খুললেন সেফ

 

আরও দেখুন





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal