মুম্বই: মহারাষ্ট্রের মসনদে ফের বিজেপি নেতৃত্বাধীন ‘মহাযূতি’ জোটে’ প্রত্যাবর্তন ঘটছে বলে ইঙ্গিত মিলল বুথফেরত সমীক্ষায়। এবারের বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রে বিজেপি, শিবসেনা (একনাথ শিন্ডে) এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (অজিত পওয়ার)-র জোট ১৫০ থেকে ১৭০টি আসন পেতে পারে। অন্য দিকে কংগ্রেস, শিবসেনা (উদ্ধব ঠাকরে) এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (শরদ পওয়ার)-র ‘মহা বিকাশ আঘাডি’র ১১০ থেকে ১৩০টি আসন পেতে পারে বলে জানা যাচ্ছে। অন্যান্যদের দখলে যেতে পারে ৮ থেকে ১০টি আসন। (Maharashtra Assembly Election 2024 Exit Polls)
মহারাষ্ট্র বিধানসভার মোট আসন সংখ্যা ২৮৮। একক সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে ১৪৫টি আসনে জয় পেতে হবে। একার ক্ষমতায় ওই সংখ্যাক আসন কোনও দল তুলতে পারে কি না, তা বোঝা যাবে ফলপ্রকাশের পরই। MATRIZE বুথফেরত সমীক্ষা বলছে, BJP নেতৃত্বাধীন জোট ৪৮ শতাংশের বেশি আসন পেতে চলেছে রাজ্যে। কংগ্রেস নেতৃত্বাধীন ‘মহা বিকাশ আঘাডি’ ৪২ শতাংশ ভোট পেতে পারে। বাকিদের প্রাপ্ত ভোটের হার ১০ শতাংশ হতে পারে বলে জানা যাচ্ছে। (Maharashtra Exit Poll 2024)
একক ভাবে কোন দল কত আসন পাবে, তারও ইঙ্গিত দিয়েছে MATRIZE-
জোট/দল | সম্ভাব্য আসন |
মহাযূতি | ১৫০-১৭০ |
বিজেপি | ৮৯-১০১ |
শিবসেনা (শিন্ডে) | ৩৭-৪৫ |
ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (অজিত পওয়ার) | ১৭-২৬ |
CHANAKYA-র বুথফেরত সমীক্ষাও মহারাষ্ট্রে বিজেপি নেতৃত্বাধীন জোটকে এগিয়ে রেখেছে। তাদের সমীক্ষা অনুযায়ী, BJP নেতৃত্বাধীন জোট রাজ্যে ৪৭৮ শতাংশ ভোট পেতে চলেছে, ১৫২ থেকে ১৬০টি আসন। মহা আঘাডি পেতে পারে ১৩০ থেকে ১৩৮টি আসন। অন্যরা ৬-৮টি আসন পেতে পারে। কংগ্রেসের প্রাপ্ত ভোটের হার ৪২ শতাংশ এবং অন্যান্যদের ১১ শতাংশ হতে পারে।
অন্য বুথফেরত সমীক্ষাতেও মহারাষ্ট্রে এগিয়ে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন জোট-
Agencies | Mahayuti (BP+) | MVA (Congress+) | Others |
MATRIZE | 150-170 | 110-130 | 8-10 |
CHANAKYA STRATEGIES | 152-160 | 130-138 | 6-8 |
POLL DIARY | 122-186 | 69-121 | 12-29 |
PMARQ | 137-157 | 126-146 | 2-8 |
Poll Of Polls | 152 | 126 | 10 |
ডিসক্লেমার: এই সমীক্ষার সঙ্গে সম্পাদকীয় নীতির কোনও সম্পর্ক নেই। সমীক্ষক সংস্থার দেওয়া তথ্যগুলো পাঠকদের সামনে তুলে ধরি মাত্র। বর্তমান সমীক্ষা ও তৎলব্ধ পূর্বাভাসটি এক্সিট পোলের সাক্ষাৎকারের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। রাজ্যভিত্তিক জনসংখ্যা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে এই সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্যের ভার বিশ্লেষণ করা হয়েছে। ‘এরর মার্জিন’ বা ভুলের মাত্রা কম-বেশি ৫ শতাংশ পর্যন্ত গ্রাহ্য করা হয়েছে এবং ৯৫ শতাংশ কনফিডেন্স ইন্টারভ্যালে আমরা আমাদের ভোট শেয়ারের পূর্বাভাস দিয়েছি।
আরও দেখুন