# Tags
#Blog

Mahakumbh 2025 | Selling Online ‘Mahakumbh–Triveni Jal’: মহাকুম্ভে যেতে পারেননি? ক্ষতি নেই, কুম্ভই আসবে আপনার কাছে! শুধু অনলাইনে…

Mahakumbh 2025 | Selling Online ‘Mahakumbh–Triveni Jal’: মহাকুম্ভে যেতে পারেননি? ক্ষতি নেই, কুম্ভই আসবে আপনার কাছে! শুধু অনলাইনে…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতে ধর্মীয় বিশ্বাস নিয়ে ব্যবসা নতুন কিছু না, কিন্তু কুম্ভমেলার গঙ্গার জল বিক্রি যে রকম রমরমিয়ে চলছে, তা শুনলে অবাক হতে হয়! কোটি কোটি মানুষ কুম্ভমেলায় গিয়ে গঙ্গায় ডুব দিয়ে নিজেদের পাপ মুক্ত করতে চান। কিন্তু কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে, প্রয়াগরাজের গঙ্গার জল একদমই স্নানের উপযুক্ত নয়। তাতে মলমূত্রের জীবাণু, ফিকাল কলিফর্ম ব্যাকটেরিয়া এত বেশি যে, সেটায় ডুব না দিলেই ভালো!
আরও পড়ুন:  Mahakumbh 2025: মহাকুম্ভে পুণ্যস্নান, অযোধ্যায় রামমন্দির গিয়ে এবার নিখোঁজ বর্ধমানের প্রৌঢ়া!
তবে মজার ব্যাপার হলো, এই ‘অশুদ্ধ’ গঙ্গার জলই এখন অনলাইনে বিক্রি হচ্ছে চড়া দামে! এক প্রতিবেদনে বলা হয়েছে, যাঁরা কুম্ভমেলায় যেতে পারেননি, তাঁরা এই জলের জন্য লাফিয়ে পড়ছেন।

শিল্ড ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা নামানবীর সিং এই বিষয়টি নিয়ে লিংকডিনে পোস্ট করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, এই মহাকুম্ভের গঙ্গার জল আসলেই সেই সঙ্গম থেকে আনা হয়েছে, নাকি অন্য কোথাও থেকে সংগ্রহ করা হয়েছে, তার কোনও প্রমাণ নেই!

একটি অনলাইন বিপণন সংস্থা ১০০ মিলিলিটার মহাকুম্ভের জল বিক্রি করছে ৯৯ টাকায়, যেখানে এক লিটারের মিনারেল ওয়াটার পাওয়া যায় মাত্র ২০ টাকায়। অর্থাৎ, বিশ্বাসের বাণিজ্য করতে পারলে দাম কয়েকগুণ বেশি নেওয়া সম্ভব!
আরও পড়ুন: মিথুনের আত্মসমীক্ষা, বৃশ্চিকের অগ্রগতি, কুম্ভের অস্থিরতা! জেনে নিন, আজ কেমন কাটবে আপনার দিন…
নামানবীর সিং আরও বলেছেন, যদি কোনও ব্যক্তি ১ লাখ মানুষের কাছে এই জল বিক্রি করতে পারে, তাহলে মাত্র ১৫ দিনেই ১ কোটি টাকা আয় হয়ে যাবে! এ যেন টাকার ফুলেফেঁপে ওঠার এক নতুন ‘স্কিম’!

আরও কয়েকটি ই-কমার্স এই ব্যবসায় নেমে পড়েছে। কেউ ৬৯ টাকায় বিক্রি করছে, কেউ আবার মহাকুম্ভ ত্রিবেণী জল আর মাটি একসঙ্গে ১২১ টাকায় দিচ্ছে! এমনকি, ৫৮% ছাড় দিয়ে ১০০ মিলিলিটারের দুটি বোতল ৪৯৯ টাকায় বিক্রির অফারও চলছে!

আরও পড়ুন: কুম্ভে অস্ত যাচ্ছেন শনিদেব, প্রবল আর্থিক কষ্ট, ভয়ংকর দুঃসময় আসছে এইসব রাশির কপালে

আসলে পুরো বিষয়টাই ধর্মীয় বিশ্বাসকে ব্যবসায় পরিণত করা। গঙ্গার জলের জন্য তো কোনও টাকা লাগে না, যে কেউ গিয়ে সংগ্রহ করতে পারে। অথচ সেটাই বোতলে ভরে কয়েকগুণ বেশি দামে বিক্রি হচ্ছে, আর মানুষ তা ভক্তি নিয়ে কিনছেও!
এদিকে সরকারি রিপোর্ট বলছে, ১২-১৩ জানুয়ারিতে পরীক্ষার পর দেখা গেছে, প্রয়াগরাজের গঙ্গার জলেতে ফিকাল কলিফর্ম ব্যাকটেরিয়ার মাত্রা খুব বেশি। মানুষের মলমূত্র আর পুণ্যার্থীদের ভিড়ের কারণে এই ব্যাকটেরিয়া আরও বেড়ে যেতে পারে।

আরও পড়ুন: পাতার উপরে বিশ্রামের সময় আজব কায়দায় নিজেদের অদৃশ্য করে ফেলে ব্যাঙ, কীভাবে জানেন?

এত কিছুর পরেও মানুষ এই জল কিনছে, কারণ ধর্মীয় বিশ্বাস যেখানে আছে, সেখানে যুক্তি-তর্ক অনেক সময় পেছনে পড়ে যায়। আর এই সুযোগই নিচ্ছে ব্যবসায়ীরা!

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal