<p>ABP Ananda Live: ‘অব্যবস্থা, যার জন্য এত মৃত্যু,রেলমন্ত্রীর অদক্ষতা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর অযোগ্যতা, যার জন্য এত মৃত্যু। জলে এত দূষণ,তাহলে পলিউশন কন্ট্রেলাররা কী করছে? পশ্চিমবঙ্গে কিছু হলে তো বিভিন্ন কমিশন ঢুকে যায়’, আক্রমণ কল্যাণের।</p>
<p> </p>
<p><strong>অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে শুরু হয়েছে ‘ওপেন উইন্ডো’ শিল্পী গোষ্ঠীর তরফে চিত্র প্রদর্শনী</strong></p>
<p> কথায় বলে, শিল্প ও শিল্পীর কোনও সীমানা হয় না। শিল্প সৃষ্টির মূল উদ্দেশ্য মানুষের অভিজ্ঞতা, অনুভূতি, ও আবেগের প্রকাশ। যা সর্বজনীন এবং কোনও সীমানা দিয়ে বাঁধা নয়। শিল্পের চর্চাই যেখানে একমাত্র ধর্ম। সেই ধারণা থেকেই, শনিবার থেকে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে শুরু হয়েছে ‘ওপেন উইন্ডো’ শিল্পী গোষ্ঠীর তরফে চিত্র প্রদর্শনী। নাম ‘জিরো টু ইনফিনিটি’। রয়েছে ১২ জন শিল্পীর ৪১টি পেন্টিং। ৪ জন শিল্পীর ৯টি ভাস্কর্য। ১৯৯৭ সাল থেকে পথ চলা শুরু ওপেন উইন্ডোর। সেই থেকে দেশে-বিদেশে, কলকাতার বাইরেও চিত্র প্রদর্শনী করে আসছে এই গোষ্ঠী। </p>
Source link
‘মুখ্যমন্ত্রীর অযোগ্যতা, যার জন্য এত মৃত্যু’, কুম্ভ প্রসঙ্গে যোগীকে নিশানা কল্যাণের
