কলকাতা: কুম্ভমেলা নিয়ে এবার কল্যাণের নিশানায় যোগী সরকার । যোগী সরকারকে তীব্র আক্রমণ করে তৃণমূল সাংসদ বলেন, ‘চূড়ান্ত অব্যবস্থার জন্য মহাকুম্ভে এত মৃত্যু। বাংলায় কিছু হলেই কমিশন পাঠানো হয়। মানবাধিকার কমিশন, মহিলা কমিশন কী করছে’।
আরও পড়ুন, বীরভূমকাণ্ডের পর বিস্ফোরক অধীর, ‘সবাই জানে দিদি ও খোকাবাবু কার পক্ষে ? ..’
আরও দেখুন