# Tags
#Blog

মৌনি অমাবস্যায় মহাকুম্ভে পুণ্যস্নান ৫৫ লাখের বেশি পুণ্যার্থীর, রেকর্ড-ভাঙা ভিড় প্রয়াগরাজে

মৌনি অমাবস্যায় মহাকুম্ভে পুণ্যস্নান ৫৫ লাখের বেশি পুণ্যার্থীর, রেকর্ড-ভাঙা ভিড় প্রয়াগরাজে
Listen to this article


প্রয়াগরাজ: ১৪৪ বছরে একবারই আসে এই মুহূর্ত। এমন পুণ্যস্নানের সুযোগ পেতে অপেক্ষা করতে হয় ১৪৪ টি বছর। কারও কারও জীবন কেটে যায়, অথচ সুযোগ পান না মহাকুম্ভ স্নানের। এটাই সেই বিশেষ বছর ।  প্রয়াগরাজ যেন এখন একটুকরো ভারত। সারা দেশ থেকে কোটি কোটি ভক্ত রোজ জড়ো হচ্ছেন মহাকুম্ভ মেলায়। ২৮ জানুয়ারি, মঙ্গলবার, মৌনি অমাবস্যা। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই তিথির গুরুত্ব অপরিসীম। তাই অনেকেই চান এই ক্ষণেই গঙ্গার জলে ডুব দিয়ে সব গ্লানি মুছতে।                       

উত্তরপ্রদেশের সরকারি তথ্য অনুসারে, মৌনি অমাবস্যা তিথিতে সকাল ৮টা পর্যন্ত মহাকুম্ভে স্নান করেছেন ৫৫ লাখেরও বেশি মানুষ। এখনও পর্যন্ত ১৫ কোটিরও বেশি ভক্ত পবিত্র স্নান করেছেন। উত্তরপ্রদেশের জনসংযোগ বিভাগের দেওয়া তথ্য  অনুসারে, ২৭ জানুয়ারি পর্যন্ত মহাকুম্ভ স্নান করার পুণ্যার্থীর সংখ্যা ১৫ কোটি ছাড়িয়েছে।               

মৌনী অমাবস্যা তিথির আগে থেকেই স্নানকারীদের মধ্যে বিশেষ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। রবিবার ও সোমবারও মহাকুম্ভে নজিরবিহীন ভিড় ছিল। দুই দিনে প্রায় তিন কোটি মানুষ পুণ্যস্নান করেন প্রয়াগরাজে। এর মধ্যে শুধু রবিবাই  স্নান করেন ১ কোটি ৭৪ লাখ ভক্ত। সরকারি তথ্য অনুসারে সোমবার, অর্থাৎ মৌমি অমাবস্যার ঠিক আগের দিন, সন্ধে ৬টা পর্যন্ত ১.১৮ কোটি মানুষ স্নান করেন সেখানে।  মকর সংক্রান্তির দিনে স্নান করেছিলেন সাড়ে তিন কোটিরও বেশি ভক্ত।                 

জন্ম-জন্মের পাপ নাশ হয় কুম্ভস্নানে      

মহাকুম্ভের পুণ্য স্নান নিয়ে মানুষের মনে নানারকম বিশ্বাস রয়েছে।  বিশেষ ধর্মীয় তাৎপর্য রয়েছে প্রয়াগরাজে স্নানের। ভক্তদের বিশ্বাস,  কুম্ভে মাঘ স্নানের চেয়ে পবিত্র কিছু হয় না। এতে জন্ম-জন্মের পাপ নাশ হয়। মহাকুম্ভে  স্নান করলে নাকি শত অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ হয়। তাই মহাকুম্ভের সময় প্রয়াগরাজে একবার গঙ্গাস্নান করার বাসনা থাকে বহু মানুষের। দেশীয় ভক্তদের পাশাপাশি , ভিড় জমে বিদেশী পর্যটকদেরও।  

আরও পড়ুন :                     

মৌনী অমাবস্যা ! প্রবল সঙ্কট কাটিয়েও জেগে উঠবে কোন ৩ রাশির ভাগ্য?                 

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal