NOW READING:
ব্যারিকেড ভাঙার পর ছত্রভঙ্গ, হদিশ মেলেনি হাসপাতালগুলিতেও, কুম্ভে গিয়ে নিখোঁজ মালদার মহিলা !
January 30, 2025

ব্যারিকেড ভাঙার পর ছত্রভঙ্গ, হদিশ মেলেনি হাসপাতালগুলিতেও, কুম্ভে গিয়ে নিখোঁজ মালদার মহিলা !

ব্যারিকেড ভাঙার পর ছত্রভঙ্গ, হদিশ মেলেনি হাসপাতালগুলিতেও, কুম্ভে গিয়ে নিখোঁজ মালদার মহিলা !
Listen to this article



<p><strong>করণাময় সিংহ, মালদা:</strong> কুম্ভতে শাহী স্নান করতে গিয়ে মালদা শহরের উত্তর কৃষ্ণপল্লীর বাসিন্দা নিখোঁজ। তার নাম অনিতা ঘোষ। বয়স&nbsp; ৬০ বছর।ব্যারিকেট ভেঙে যাওয়ার সময় অনেকের সঙ্গে তিনিও ছত্রভঙ্গ হয়ে যান।</p>
<p>সোমবার ভোরবেলা রায় কুড়ি জন মিলে প্রত্যেক প্রত্যেকেই একে অপরের আত্মীয় দুটি গাড়ি করে মালদা থেকে ২০জন কুম্ভে যান। মঙ্গলবার রাতে ব্যারিকেট ভেঙে যাওয়ার সময় ছত্রভঙ্গ হয়ে যান।দু’ঘণ্টা পর বাকিদেরকে পাওয়া গেলেও এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না অনিতা ঘোষকে।উদ্বিগ্ন পরিবার।বাকি যারা গেছিলেন তারা খোঁজাখুঁজি করছেন ওই এলাকায়। হাসপাতাল গুলিতেও খবর নিচ্ছেন।ঘটনার পর কান্নায় ভেঙে পড়েছেন পরিবার।&nbsp;</p>
<p>আরও পড়ুন, <a title="কলকাতায় প্রকাশ্য রাস্তায় তরুণীর নলিতে কোপ ! ফিনকি দিয়ে বের হল রক্ত, প্রাণে বাঁচতে দৌঁড়ল তরুণী.." href="https://bengali.abplive.com/district/kolkata-news-try-to-murder-case-girl-seriously-injured-in-metropolitan-admitted-in-nrs-1118013" target="_self">কলকাতায় প্রকাশ্য রাস্তায় তরুণীর নলিতে কোপ ! ফিনকি দিয়ে বের হল রক্ত, প্রাণে বাঁচতে দৌঁড়ল তরুণী..</a></p>



Source link