NOW READING:
Mahakumbh 2025: কুম্ভের বিস্ময়! বেঁচে উঠল ‘মরা মানুষ’! নিজের ‘শ্রাদ্ধে’ এসে জানাল…
February 14, 2025

Mahakumbh 2025: কুম্ভের বিস্ময়! বেঁচে উঠল ‘মরা মানুষ’! নিজের ‘শ্রাদ্ধে’ এসে জানাল…

Mahakumbh 2025: কুম্ভের বিস্ময়! বেঁচে উঠল ‘মরা মানুষ’! নিজের ‘শ্রাদ্ধে’ এসে জানাল…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কুম্ভের বিস্ময়! বিস্ময়ের কুম্ভ! একেই বোধহয় বলে, মরা মানুষের বেঁচে ওঠা! কুম্ভে ‘পদপিষ্ট হয়ে মৃত’ ব্যক্তি বাড়ি ফিরে এলেন সশরীরে। আর এসে দেখলেন, বাড়িতে তাঁর পারলৌকিক ক্রিয়ার আয়োজন করা হয়েছে। তাঁর শ্রাদ্ধ-শান্তি চলছে।

খুন্তি গুরু নামে ওই ব্যক্তি কুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনার পর ‘নিখোঁজ’ হয়ে যান। তাঁর সঙ্গীরা অনেক খোঁজাখুঁজির পরেও তাঁর কোনও খোঁজ না পেয়ে ধরে নেয় যে খুন্তি গুরু-ও পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন। পরিবারকে সেকথা জানানো হলে, তাঁরাও ধরে নেয় যে প্রয়াগরাজের কুম্ভে পদপিষ্ট হয়েই তাঁর মৃত্যু হয়েছে। সেইমতো ঘটনার ১৩ দিনের মাথায় খুন্তি গুরুর ‘তেহরভি’ আয়োজন করেন তাঁরা।

‘তেহরভি’ হল একটি আঞ্চলিক পারলৌকিক ক্রিয়া। মৃত্যুর ১৩ দিন পর হয় এই ‘তেহরভি’। ঘটনাক্রমে সেদিন-ই বাড়ি ফিরে আসেন খুন্তি গুরু। ‘মরা’ মানুষকে বেঁচে উঠতে দেখে খানিক ভূত দেখার মতো চমকে ওঠেন বাড়ির লোকেরা। তারপরই আনন্দে মেতে ওঠেন তাঁরা। শোকের আবহ নিমেষে বদলে যায় মিলনোৎসবে। সবাই বলতে থাকেন খুন্তি গুরুর ‘পুনর্জন্ম’ হয়েছে!

ওদিকে ষাটোর্ধ্ব খুন্তি গুরু জানান, সাধুদের সঙ্গে তিনি এক ছিলিম গাঁজা বেশি টেনে ফেলেছিলেন। যারজন্যই হয়তো একটু বেশি ঘুমিয়ে পড়েছিলেন তিনি। হয়তো টানা বেশ কয়েকদিন ঘুমিয়ে ছিলেন তিনি। তাই সময়ের খেই হারিয়ে গিয়েছে তাঁর। স্থানীয়রা জানান, বাড়িতে খুব একটা থাকতেন না খুন্তি গুরু। বাড়িতে শোওয়ার বদলে স্থানীয় এক শিবমন্দিরেই বেশিরভাগ সময় ঘুমাতেন তিনি।

আরও পড়ুন, Mahakumbh 2025: WATCH | ‘হারিয়ে ফেলা’ স্ত্রীকে মহাকুম্ভের সঙ্গমে আবার খুঁজে পেয়ে অঝোরে কান্না স্বামীর, ভাইরাল…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInst





Source link

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal