# Tags
#Blog

Bageshwar Baba | Maha Kumbh: সেলেব বাবার বাণী, ‘কুম্ভে যারা মরেছে, ভালোই হয়েছে! তারা তো মোক্ষ পেয়েছে…’

Bageshwar Baba | Maha Kumbh: সেলেব বাবার বাণী, ‘কুম্ভে যারা মরেছে, ভালোই হয়েছে! তারা তো মোক্ষ পেয়েছে…’
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  মঙ্গলবারের ভোর রাত, অপেক্ষায় কয়েক লাখ পূর্ণাথী। মৌনী অমাবস্যার স্নান করে পুন্য লাভ করার আশায় সকলেই। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন পূর্ণাথীরা। পরিস্থিতি মোকাবিলা করার জন্য ব্যবস্থা করা হয়েছিল অনেককিছুই। কিন্তু তাও সামলানো গেলনা কিছুই। মানুষের চাপে ভেঙে যায় ব্যারিকেড। তার পরেই শুরু হয়ে যায় হুড়োহুড়ি। তাতেই পদপিষ্ট হন বহু মানুষ। আর তা নিয়েই এবার চাঞ্চল্যকর মন্তব্য করলেন বাবা বাগেশ্বর। 

আরও পড়ুন, Bank Holidays In February 2025: ২৮ দিনের ফেব্রুয়ারিতে ব্যাংক বন্ধ ৮ দিন! জলদি সেরে ফেলুন লেনদেন, মাসের শুরু থেকেই…

পীথেশ্বর ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর ওরফে বাবা বাগেশ্বর বলেন, ‘গঙ্গার তীরে যে যাদের মৃত্য়ু হয়েছে তারা মোক্ষ পেয়েছেন। এটা দুঃখের নয়।’  তিনি আরও বলেন, “প্রতিদিন কোটি মানুষ দেশে প্রাণ হারায়। কেউ কেউ ওষুধের অভাবে মারা যায়, কিছু স্বাস্থ্যসেবার অভাবে এবং কিছু লোক হার্ট অ্যাটাকের কারণে মারা যায়। মহাকুম্ভতে ঘটে যাওয়া এই ঘটনাটি নিন্দনীয় এবং খুব অদ্ভুত। তবে এটি মহাপ্রয়াগ। মৃত্যু সবার জন্য নিশ্চিত। সবাইকে একদিন মারা যেতে হবে। কেউ যদি গঙ্গার তীরে মারা যায় তবে সে মৃত্যু তা নয় বরং পরিত্রাণ।” 

নেহা সিং রথোর বাগশ্বর বাবার ভিডিয়োটি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, “এই বাবা বলছেন যে গঙ্গার তীরে ধাপে ধাপে পিষে মারা যাওয়া লোকেরা পরিত্রাণ পাবে। পরিত্রাণ যদি হয় তাহলে কেন সমস্ত ভিআইপি এবং এই বাবা স্ট্যাম্পেডে ঝাঁপিয়ে পড়ল না? ” অন্য একটি পোস্টে নেহা সিং লিখেছেন, “হিন্দুরা ১০০% বিপদে পড়েছে। তারা তাঁর মতো সরকারী বাবাদের জন্য বিপদে রয়েছে। প্রথমে তিনি বলেছিলেন যে যারা মহাকুম্ভের কাছে আসেন না তারা বিশ্বাসঘাতক। তারপরে তিনি বলেছিলেন যে বা যারা মারা গিয়েছেন কুম্ভতে পরিত্রাণ পাবে।”

আরও পড়ুন, Foetus inside foetus: পেটের বাচ্চার পেটেই আরেক বাচ্চা! প্রকৃতির জটিল ধাঁধার খোঁজ মহারাষ্ট্রে…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 





Source link

Salil Chowdhury Book | Kolkata Book Fair 2025: ‘ফ্রায়েডরাইস-মাংস রাঁধতেন জব্বর, জেলবন্দি লোকটারও ভূতে ভয়’! শতবর্ষে অচেনা সলিল…

Salil Chowdhury Book | Kolkata Book Fair

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal