# Tags
#Blog

টানা ৩ ম্যাচ জিতে শীর্ষে উঠে এলেন, কলকাতায় ঝড় তুলেছেন বিশ্বের সেরা দাবাড়ু কার্লসেন

টানা ৩ ম্যাচ জিতে শীর্ষে উঠে এলেন, কলকাতায় ঝড় তুলেছেন বিশ্বের সেরা দাবাড়ু কার্লসেন
Listen to this article


কলকাতা: তিনি বিশ্বের সেরা দাবাড়ু। দাবার ছকভাঙা চরিত্র। ধীর, স্থির সন্ন্যাসী সম একাগ্রতা নয়, বরং তিনি যেন কিছুটা অস্থির, ছটফটে। তাঁকে নিয়ে নানা কাহিনি ঘুরে বেড়ায় সংবাদমাধ্যমে। কিন্তু চৌষট্টি খোপের জগতে তিনি ভয়ঙ্কর প্রতিপক্ষ। কলকাতায় এসেও তা প্রমাণ করে দিচ্ছেন ম্যাগনাস কার্লসেন (Magnus Carlsen)। 

কলকাতায় টাটা স্টিল দাবা ব়্যাপি় টুর্নামেন্টে প্রতিপক্ষদের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছেন কার্লসেন। দ্বিতীয় দিনের শেষে পুরুষদের বিভাগে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে কার্লসেন। মহিলাদের বিভাগে শীর্ষে আলেকজ়ান্দ্রা গোরিয়াচকিনা। তাঁর ঝুলিতেও পাঁচ পয়েন্ট।

আরও পড়ুন: এশিয়া কাপের ভারতীয় দলে সুযোগ, পা মাটিতে রেখে চলতে চান বাংলার পেসার যুধাজিৎ

আলিপুরের ধন ধান্য অডিটোরিয়ামে বসেছে এবারের টাটা স্টিল চেজ় টুর্নামেন্ট (Tata Steel Chess India Rapid Tournament)। ওপেন বিভাগে বিশ্বের এক নম্বর দাবাড়ু কার্লসেন কার্যত নিখুঁত খেলে চলেছেন। পরপর তিন ম্যাচে তিনি হারিয়েছেন এস এল নারায়ণন, ওয়েসলি সো এবং অর্জুন এরিগাইসিকে। নিকটতম প্রতিদ্বন্দ্বী নোদিরবেক আব্দাসাত্তারোভের চেয়ে ০.৫ পয়েন্টে এগিয়ে কার্লসেন। সম্ভাব্য ৬ পয়েন্টের মধ্যে তিনি পেয়েছেন ৫। ৪.৫ পয়েন্ট ব়্যাপিড বিভাগে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন আব্দাসাত্তারোভের।

 

এখনও বাকি তিন রাউন্ডের খেলা। শুক্রবার রুদ্ধশ্বাস লড়াই দেখার অপেক্ষার শহরের দাবা প্রেমীরা।

দ্বিতীয় দিনের শেষে স্ট্যান্ডিং

পুরুষ বিভাগ

ম্যাগনাস কার্লসেন – ৫

নোদিরবেক আব্দাসাত্তারোভ – ৪.৫

ওয়েসলি সো – ৩.৫

দানিল দুবোভ – ৩

আর প্রজ্ঞানন্দ – ৩

এস এল নারায়ণন – ২.৫

ভিনসেন্ট কিমার – ২.৫

অর্জুন এরিগাইসি – ২

নিহাল সারিন – ২

বিদিত গুজরাতি – ২

মহিলাদের বিভাগ

আলেকজ়ান্দ্রা গোরিয়াচকিনা – ৫

নানা জাগনিদজে – ৪

বন্তিকা আগরওয়াল – ৩.৫

হরিকা দ্রোণাভাল্লি – ৩.৫

ভ্যালেন্টিনা গানিনা – ৩.৫

ক্যাটেরিনা লাগ্নো – ৩

দিব্যা দেশমুখ – ২.৫

কোনেরু হাম্পি – ২

আলেকজ়ান্দ্রা কোস্তেনিয়াক – ২

বৈশালী আর – ১

আরও দেখুন





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal