সমীরণ পাল, অশোকনগর: ফোনে উত্ত্যক্ত করার অভিযোগ স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। অশোকনগরে অপমানে আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী। অ্যাসিড হামলার হুমকি দেওয়া হত বলে অভিযোগ পরিবারের। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।
অভিযোগ দীর্ঘদিন ধরেই মাধ্যমিক পরীক্ষার্থীকে বিরক্ত করছিল গ্রামেরই ছেলে জসিমউদ্দিন। মৃতার পরিবারের অভিযোগ, মাধ্যমিকের বাংলা পরীক্ষা দিয়ে আসার পরে জসিমউদ্দিন তাকে ফোন করেছিল। দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় বলেও জানিয়েছে পরিবার। তারপরেই নিজের ঘরের মধ্যেই পাখার সঙ্গে গামছা দিয়ে ঝুলে পড়ে ওই মাধ্যমিক পরীক্ষার্থী।
পরিবার সূত্রে খবর, মা মৃত্যুর পর থেকেই মামাদের কাছে থাকত পরীক্ষার্থী। রাতেই জসিমউদ্দিন ও তাঁর বাবা-মায়ের বিরুদ্ধে অশোকনগর থানায় অভিযোগ দায়ের করে মৃতার মামা। যদিও ঘটনার খবর পাওয়ার পর থেকেই বাড়ি ছেড়ে উধাও অভিযুক্তের পরিবার। মৃতার বড় মাসির অভিযোগ রীতিমতো হুমকি দিত জসিমউদ্দিন নামে ওই যুবক। কারও সঙ্গে মেলামেশা না করলে বা বিয়ের চেষ্টা করলে তার গায়ে অ্যাসিড দিয়ে দেওয়ার হুমকি দেওয়া হত। আতঙ্ক থাকতো মেয়েটি। মামা কয়েকবার ওই যুবক সতর্ক করে বলে জানিয়েছে। অভিযোগ এমনকী পরিবারকে অনুরোধ করা হলেও কোনও কাজ হয়নি।
সোমবার থেকে শুরু হল মাধ্য়মিক। ছাত্র-ছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা। মধ্য় শিক্ষা পর্ষদ সূত্রে খবর, ছাত্রীর সংখ্যা এবারও ছাত্রদের তুলনায় বেশি। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩।তার মধ্য়ে ছাত্রদের সংখ্য়া ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ এবং ছাত্রীদের সংখ্য়া ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০। এদিকে হালিশহরে নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থী। পরিবারের অভিযোগ, মাধ্যমিক পরীক্ষার ইতিহাসের উত্তরপত্র জেরক্স করতে গিয়েছিল। বাড়ির সামনে থেকে উধাও হালিশহর বাতাসা পাড়া থেকে মাধ্যমিক পরীক্ষার্থী। সব জায়গায় খোঁজ করেও যায়নি। ইতিমধ্যেই বীজপুর থানার পুলিশ এবং হালিশহর থানার পুলিশ খোঁজ চালাচ্ছে বিভিন্ন জায়াগায়। রবিবার CCTV ফুটেজে শেষ দেখা গিয়েছিল নিজের পাড়াতেই। কিন্তু তারপর থেকেই বেপাত্তা। পরিবার সূত্রে খবর, বরাবর মেধাবী। এবার স্কলারশিপ পেয়েছিল। কিন্তু কেন এভাবে নিখোঁজ হয়ে গেল তা নিয়ে সবার মনেই রহস্যের দানা বেঁধেছে। পরিজনদের আশঙ্কা ওই পরীক্ষার্থীকে কেউ আটকে রেখেছে যাতে পরীক্ষা দিতে না পারে।
আরও পড়ুন: Birbhum News: বালির বখরা নিয়ে বিবাদের জেরে বোমাবাজি, সরানো হল কাঁকড়তলার OC পূর্ণেন্দুবিকাশ দাসকে
আরও দেখুন