জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট হতে চলেছে। এখন প্রশ্ন উঠছে ভোটের জটে কি এবার জড়িয়ে যাচ্ছে মাধ্য়মিক পরীক্ষা? ভোটের জন্য় মাধ্য়মিকের টেস্ট এগিয়ে আসতে পারে বলেই জানা যাচ্ছে। অক্টোবরের শেষই মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নেওয়া হতে পারে। সেক্ষেত্রে এগিয়ে আসতে পারে মাধ্যমিক পরীক্ষাও। এমন একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে।
আরও পড়ুন-শরীরে বর্বরের নোংরা আঁচড়! ‘লজ্জা’য় চরম পদক্ষেপ ১৭-র কিশোরীর…
সাধারণভাবে নভেম্বর মাসেই মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নেওয়া হয়ে থাকে। কিন্তু এবার অক্টোবরের শেষদিকেই নেওয়া হতে পারে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। সেক্ষেত্রে কালীপুজো, ভাইফোঁটার পরপরই টেস্ট নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে মধ্যেশিক্ষা পর্যদ। ফলে মাধ্যমিক পরীক্ষাও এগিয়ে আনা হতে পারে। সেক্ষেত্রে জীবনের প্রথম পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য কম সময় পাবে পরীক্ষার্থীরা।
লোকসভা ভোটের সময়েও মাধ্যমিক পরীক্ষা এগিয়ে এসে শুরু হয়েছিল ফেব্রুয়ারির প্রথমে। ফলে ২০২৬ সালের বিধানসভা ভোটের কথা মাথায় রেখে মাধ্য়মিক পরীক্ষা এগিয়ে আনার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। পর্ষদ সূত্রে খবর, এবার মাধ্য়মিকের টেস্ট পরীক্ষা কালীপুজো ও ভাইফোঁটা মিটলেই নিয়ে নেওয়া হতে পারে। এরকমই একটা প্রস্তুতি নেওয়া শুরু করেছে মধ্যশিক্ষা পর্ষদ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)