# Tags
#Blog

‘যত দ্রুত সম্ভব পৌঁছে দেওয়া হোক’ অ্যাডমিট বিভ্রাটে আর্জি মাধ্যমিক পরীক্ষার্থীদের

‘যত দ্রুত সম্ভব পৌঁছে দেওয়া হোক’ অ্যাডমিট বিভ্রাটে আর্জি মাধ্যমিক পরীক্ষার্থীদের
Listen to this article


বিশ্বজিৎ দাস ও বিটন চক্রবর্তী, মেদিনীপুর: সোমে মাধ্যমিক। বহু পরীক্ষার্থীর এখনও হাতে পৌঁছয়নি অ্যাডমিট কার্ড। দুশ্চিন্তায় বহু পড়ুয়া। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই সামনে এসেছে এমন হয়রানির ছবি। 

মাঝে আর মাত্র দুটো দিন। তারপরই শুরু জীবনের প্রথম বড় পরীক্ষা। শেষ মুহূর্তে ফের পড়া ঝালিয়ে নেওয়ার পালা। কিন্তু সেসব দূরস্থ, আদৌ পরীক্ষায় বসতে পারবে কিনা তা ভেবেই ঘুম উড়েছে পরীক্ষার্থী। নেপথ্যে অ্যাডমিট বিভ্রাট। পরীক্ষার আগে এহেন পরিস্থিতিতে উঠকণ্ঠায় রয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীরা। রাজ্য়ের বহু স্কুলে এখনও অ্যাডমিট কার্ডই হাতে পায়নি অনেক পরীক্ষার্থী। এই তালিকায় রয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের দুটি স্কুল। 

পশ্চিম মেদিনীপুর জেলার গোকুলপুর বিধানচন্দ্র বিদ্যাভবন হাই স্কুল। এই স্কুল থেকে এবার মাধ্যমিক দেবে ২৯৭ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ৪ জন এখনও অ্যাডমিট কার্ড হাতে পায়নি। পরীক্ষার্থী শুভজিৎ সাউয়ের বক্তব্য, ৬ ডিসেম্বর ফর্ম ফিলাপ করেছিল সে। সোমবার থেকে পরীক্ষা। এখনও অ্যাডমিট কার্ড পৌঁছয়নি তার কাছে। তার একটাই আর্জি, যত দ্রুত সম্ভব, অ্যাডমিট পৌঁছে দেওয়া হোক তার কাছে।

পূর্ব মেদিনীপুরের তমলুকের রাজকুমারী সান্ত্বনাময়ী গার্লস হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী স্বস্তিকা মাইতি। নামের গেরোয় অ্যাডমিট বিভ্রাটে এবার পরীক্ষা দেওয়াই অনিশ্চিত হয়ে পড়েছে এই ছাত্রীর। এখনও অ্যাডমিট কার্ড হাতে পায়নি স্বস্তিকা। স্কুল সূত্রে খবর, স্বস্তিকা মাইতি নামে দুই মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। দুজন পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করলেও, একজন কয়েকদিন আগে স্কুল ছাড়ে। অন লাইনে ফর্ম ফিলাপের সময় স্কুল ছেড়ে যাওয়া স্বস্তিকা মাইতির জায়গায় স্কুলে পাঠরতা স্বস্তিকা মাইতির তথ্য জমা করে কর্তৃপক্ষ। অভিভাবকের নাম ভুল থাকা সত্ত্বেও, স্কুলে পাঠরতা স্বস্তিকা তাতে সই করে দেয়। সেই বিষয়টিও এড়িয়ে যায় কর্তৃপক্ষের। ভুল বুঝতে পেরে পর্ষদের দ্বারস্থ হয় স্কুল কর্তৃপক্ষ। এখনও অ্যাডমিট কার্ড হাতে পায়নি স্বস্তিকা মাইতি।

এই আবহে কলকাতা হাইকোর্টের নির্দেশে গতকাল সন্ধে থেকে ফের পোর্টাল চালু করেছে মধ্যশিক্ষা পর্ষদ। আজ দুপুর ২টো পর্যন্ত তা চালু থাকবে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, আজ দুপুরের মধ্যে মামলাকারী পড়ুয়াদের তথ্য, স্কুলগুলিকে সংশোধন করতে হবে। তার ভিত্তিতে কাল ও পরশু, পর্ষদের অফিস থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করবেন সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকরা। শনি ও রবিবারের মধ্যেই ওই সব অ্যাডমিট কার্ড পড়ুয়াদের কাছে পৌঁছে দিতে হবে তাঁদের। 

আরও পড়ুন: Shatrughan Sinha: ‘মাছ খেতে নিষেধ করলে বাঙালি ঝাঁটা নিয়ে তাড়া করবে’ শত্রুঘ্ন সিন্হার মন্তব্যে পাল্টা তৃণমূল বিধায়ক

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal