NOW READING:
মাধ্যমিকের অঙ্কের প্রশ্ন নিয়ে বিতর্ক, ‘২টি প্রশ্নেরই অঙ্ক শুরু করলেই নম্বর..’ !
February 17, 2025

মাধ্যমিকের অঙ্কের প্রশ্ন নিয়ে বিতর্ক, ‘২টি প্রশ্নেরই অঙ্ক শুরু করলেই নম্বর..’ !

মাধ্যমিকের অঙ্কের প্রশ্ন নিয়ে বিতর্ক, ‘২টি প্রশ্নেরই অঙ্ক শুরু করলেই নম্বর..’ !
Listen to this article


কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: মাধ্যমিকের অঙ্কের প্রশ্ন নিয়ে বিতর্ক (Madhyamik Exam 2025 Mathematics Question)। ‘২টি প্রশ্নেরই অঙ্ক শুরু করলেই নম্বর’, শনিবার মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় প্রশ্নপত্র-বিতর্ক। গোটা রাজ্যে জুড়ে ১৫ নম্বর প্রশ্নের ২ নম্বর প্রশ্ন, উত্তরবঙ্গ অঞ্চলের ৩ নম্বর প্রশ্নের ৬ নম্বর প্রশ্ন, বর্ধমান অঞ্চলের ৩ নম্বরে প্রশ্নের ৩ নম্বর প্রশ্ন,মেদিনীপুরে ৩ নম্বর প্রশ্নের ৪ নম্বর প্রশ্নে বিতর্ক এবং কলকাতা ৩ নম্বর প্রশ্নের ১ নম্বর প্রশ্নে বিতর্ক । ‘মাধ্যমিকে অঙ্কের ২টি প্রশ্নে হাত দিলেই নম্বর’ । বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে সিদ্ধান্ত পর্ষদের।

Madhyamik Exam 2025: মাধ্যমিকের অঙ্কের প্রশ্ন নিয়ে বিতর্ক, '২টি প্রশ্নেরই অঙ্ক শুরু করলেই নম্বর..' !

গত শনিবার মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা হয়। এরপর চলতি বছরের অঙ্ক পরীক্ষা ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়। নানা দিক থেকে অভিযোগ আসে এই প্রশ্নপত্র কঠিন হয়েছে। অনেকে বলেন, সিলেবাসের বাইরে প্রশ্ন হয়েছে। এবং গোটা বিষয়টা খতিয়ে দেখে, বিশেষজ্ঞ কমিটিকে দায়িত্ব দেয় মধ্যশিক্ষা পর্ষদ। এবং তাঁদের সুপারিশ মেনে আজ মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, সিলেবাসের মধ্যে প্রশ্ন থাকলেও, এবং বিকল্প অনেক প্রশ্ন থাকলেও ২টি প্রশ্নেরই অঙ্ক কষতে শুরু করলেই নম্বর পাবে মাধ্যমিক পরীক্ষার্থীরা।

আরও পড়ুন, মলদ্বারে ব্লোয়ার লাগিয়ে হাওয়া ! ফুলল পেট, পাকিয়ে গেল নাড়ি-ভুঁড়ি, সহকর্মীর ‘মজা’য় মৃত্যু জুটমিল শ্রমিকের

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আরও দেখুন



Source link