# Tags
#Blog

বাংলায় পূর্ণমান পেতে কী করতে হবে? ছোট প্রশ্ন, রচনা, বড় প্রশ্নে এবার কীসে কতটা জোর ?

বাংলায় পূর্ণমান পেতে কী করতে হবে? ছোট প্রশ্ন, রচনা, বড় প্রশ্নে এবার কীসে কতটা জোর ?
Listen to this article


Madhyamik Examination 2024 : সারাবছরের পড়াশোনা শেষ। প্রস্তুতিও শেষ পর্যায়ে। মাধ্যমিক পরীক্ষা শুরু হতে আর মাসখানেক। এবার মাধ্যমিকে প্রতিবারের মতই ছাত্র-ছাত্রীদের সহায়তায় হাজির পাঠশালা লাইভ। মাধ্যমিক ২০২৫-এর বাংলা পরীক্ষা সবার ভাল হবে, এই আশা। এবার পাঠশালা লাইভের ক্লাসরুমে, মাধ্যমিক পরীক্ষার্থীদের কাজে লাগবে বাংলার এমন নানা বিভাগ নিয়ে পরামর্শ দিয়েছেন যোধপুর পার্ক বয়েজ় স্কুলের (Jodhpur Park Boys School) বাংলা বিষয়ের শিক্ষক ডঃ প্রিয়তোষ বসু (Priyatosh Bose)। শর্ট কোয়েশ্চন হোক বা MCQ । বড় প্রশ্ন হোক বা নাটক, রচনা। প্রতিটি বিভাগের আলোচনা করেছেন তিনি। কীভাবে লিখলে বাংলায় পূর্ণমান পাওয়া মোটেও শক্ত নয়, সেই পরামর্শ দিয়েছেন। কোন কোন বিষয় ভাল করে দেখে যেতে হবে, বলেছেন তাও। পরীক্ষার্থীদের যদি একটুও উপকারে আসে পরামর্শ, এই উদ্যোগ সফল হবে। অনেক শুভেচ্ছা জীবনের প্রথম বড় পরীক্ষার (WBBSE) জন্য। বিঃদ্রঃ -পাঠশালা লাইভে মতামত বক্তাদের একান্ত নিজস্ব। এতে ABP আনন্দ ও ABP Live – এর সম্পাদকীয় কোনও মতামত নেই। উদ্যোগ সম্পূর্ণরূপে এবং একান্তভাবেই ছাত্রছাত্রীদের সহযোগিতার জন্য। সম্ভাব্য প্রশ্নাবলী ও সাজেশন ধারণা মাত্র, ছাত্রছাত্রীদের নিজস্ব প্রস্তুতিকে কোনওভাবেই ব্যাহত করার অভিপ্রায় নয়। পরীক্ষার্থীদের জন্য আগাম শুভেচ্ছা।



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal