NOW READING:
MP Shocking News | Marital Dispute: এত কষ্ট দিয়ো না প্লিজ! আর্তিই সার, ৪৪ মিনিট লাইভে থেকে শেষ শিবু, দেখল বউ-শাশুড়ি
March 21, 2025

MP Shocking News | Marital Dispute: এত কষ্ট দিয়ো না প্লিজ! আর্তিই সার, ৪৪ মিনিট লাইভে থেকে শেষ শিবু, দেখল বউ-শাশুড়ি

MP Shocking News | Marital Dispute: এত কষ্ট দিয়ো না প্লিজ! আর্তিই সার, ৪৪ মিনিট লাইভে থেকে শেষ শিবু, দেখল বউ-শাশুড়ি
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গার্হস্থ্য হিংসা, পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা চারিদিকে আরও প্রকট হয়ে উঠেছে। এই ধরনের ঘটনায় সর্বশেষ উদাহরণ ছিল অতুল-মানবরা। তাঁরা খবরে এসেছিলেন। কিন্তু ভারতে এরকম বহু ঘটনায় রয়েছে যা অন্তরালেই থেকে যায়। ইনস্টাগ্রাম লাইভে এসে জীবনের চূড়ান্ত পদক্ষেপ নিয়ে, খবরে ভেসে উঠলেন মধ্যপ্রদেশের শিবপ্রকাশ ত্রিপাঠি। মধ্যপ্রদেশের এই ভয়ংকর ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে। বছর ছাব্বিশের শিবপ্রকাশ ত্রিপাঠি, ইনস্টাগ্রাম লাইভে এসে আত্মহত্যা করলেন।

 Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

দু’বছর আগে প্রিয়া শর্মার সঙ্গে বিয়ে হয় শিবপ্রকাশ ত্রিপাঠীর। হানিমুন পিরিয়ড কেটে যাওয়ার কয়েক মাস পরই তাঁর স্ত্রী প্রিয়া পরকীয়ায় লিপ্ত হন।

আরও পড়ুন:  স্তন খামচে সালোয়ারেরর দড়ি ছেঁড়া মোটেই ধর্ষণ নয়, হাইকোর্টের রায়ে ক্ষুব্ধ মন্ত্রী…

ঘটনাচক্রে শিবপ্রকাশ দুর্ঘটনায় পড়েন এবং ক্রাচ নিয়ে হাঁটা শুরু করেন। এ সময় প্রিয়া তার সদ্যোজাত সন্তানকে নিয়ে মায়ের বাড়ি চলে যান। শিবপ্রকাশ তাকে অনেক বোঝানোর চেষ্টা করেন এবং তাকে আনার জন্য শ্বশুরবাড়িতে বেশ কয়েকবার যান, কিন্তু প্রিয়া তাঁকে মারধর, গালাগালি করে। তাঁর স্ত্রী প্রিয়া আর ফিরে আসতে চায়নি শ্বশুরবাড়িতে।

ঘটনার দিন শিব প্রকাশ তাঁর স্ত্রীকে বোঝানোর জন্য শ্বশুরবাড়ি গিয়েছিলেন। কিন্তু সেখানেও তাকে লাঞ্ছিত হতে হয়। সে তাঁর বাড়িতে ফিরে আসে এবং মুহ্যমান অবস্থায়  ঘরে চলে যান। 

আরও পড়ুন: হাইকোর্টের বিচারপতির বাড়িতে কোটি-কোটি টাকা! তবে কি…

কিছুক্ষণ পর তিনি ইনস্টাগ্রাম লাইভ শুরু করেন স্ত্রী প্রিয়া এবং তার মা অর্থাত্‍ তাঁর শাশুড়ি ৪৪ মিনিট ধরে সেই লাইভ দেখেন। এরপর সেই লাইভেই তিনি আত্মহত্যা করেন। 

পুলিসি তদন্তে এসডিওপি উমেশ প্রজাপতি বলেছেন যে, শিবপ্রকাশের স্ত্রীর অবৈধ সম্পর্কের বিষয়েও খোঁজ পাওয়া গেছে। স্ত্রীর বিশ্বাসঘাতকতা এবং পারিবারিক কলহই এই আত্মহত্যার মূল কারণ বলে মনে করা হচ্ছে। পুলিশ প্রিয়া ও তার মাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। 

এখন এই আত্মহত্যার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। 

পুলিশ শিব প্রকাশের ফোন এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তদন্ত করেছে তথ্য প্রমাণ সংগ্রহের জন্য।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link