জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছোটখাটো কোনও শাস্তি নয়, একেবারে মৃত্যুদণ্ড। লাভ জিহাদ ও জোর করে ধর্মান্তরিত করার বিরুদ্ধে কড়া আইন আনছে মধ্যপ্রদেশ সরকার। এমনটাই জানালেন মধ্যপ্রদেশের মুখমন্ত্রী মোহন যাদব। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে ওই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-নারী দিবসে লজ্জা! মদ খেয়ে বাবাই তিনতলার ছাদে… মৃত্যুমুখে মেয়ে…
কী বলেছেন মুখ্যমন্ত্রী? ওই অনুষ্ঠানে মোহন যাদব বলেন, আমাদের মেয়েদের উপরে যারা অত্যাচার করে তাদের ছেড়ে কথা বলবে না আমাদের সরকার। যারা তাদের উপরে জোর খাটাবে তাদের ছেড়ে কথা বলা হবে না। তাদের বাঁচতে দেওয়া হবে না। ধর্মীয় স্বাধীনতা আইন-এ আমরা ব্য়বস্থা করছি যাতে যারা জোর করে ধর্মান্তরিত করে তাদের যেন মৃত্যুদণ্ড দেওয়া যায়।
মুখ্যমন্ত্রীর ওই ঘোষণার তীব্র বিরোধিতা করেছে কংগ্রেস। দলের বিধায়ক আরিফ মাসুদ বলেছেন, একটিমাত্র ধর্মীয় গোষ্ঠীকে টার্গেট করতেই এমন আইন আনা হচ্ছে। এটা কি সংবিদান বদলে ফেলার চেষ্টা? ভোপাল থেকে একটি মেয়ে নিখোঁজ হয়েছি তিনদিন। তাকে খুঁজে বের করা উচিত। তা না করে একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২১ সালে মহারাষ্ট্র বিধানসভায় পাস হয় ধর্মীয় স্বাধীনতা আইন। কারণ বিজেপি বারবারই বলে আসছে হিন্দু মহিলাদের বিরুদ্ধে শুরু হয়েছে লাভ জিহাদ। প্রেমের ফাঁদে ফেলে তাদের ধর্নমান্তরিত করা হচ্ছে। এর জন্ই ওই আইন আনা হচ্ছে বলে মন্তব্য করেন আরিফ মাসুদ। প্রসঙ্গত, উত্তরপ্রদেশ, রাজস্থানের মতো রাজ্যে এই ধরনের আইন রয়েছে। পাশাপাশি মহারাষ্ট্রের মতো রাজ্যে এই ধরনের আইন আনা যায় কিনা তা পর্যালোচনা করা হচ্ছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
+ There are no comments
Add yours