NOW READING:
Madhuri Dixit: রোহিতের পর এবার চাঁদমারি মাধুরী! ধকধক গার্লকে বি গ্রেড অভিনেত্রী বলল কংগ্রেস!
March 13, 2025

Madhuri Dixit: রোহিতের পর এবার চাঁদমারি মাধুরী! ধকধক গার্লকে বি গ্রেড অভিনেত্রী বলল কংগ্রেস!

Madhuri Dixit: রোহিতের পর এবার চাঁদমারি মাধুরী! ধকধক গার্লকে বি গ্রেড অভিনেত্রী বলল কংগ্রেস!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজস্থানে আইফা অ্যাওয়ার্ড (IIFA Award 2025) ঘিরে তুলকালাম। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি শাসিত রাজস্থান সরকার আইফা অনুষ্ঠানের জন্য ১০০ কোটি টাকারও বেশি খরচ করেছে বলে খবর প্রকাশের পর শুরু হয় বিতর্ক। কংগ্রেস নেতা (Congress Leader) টিকারাম জুলি (Tikaram Jully) সেই বিতর্ক উসকে ফের এমন এক কমেন্ট করে, যা শুনে অবাক গোটা দেশ। মাধুরী দীক্ষিতকে (Madhuri Dixit) ‘সেকেন্ড গ্রেড অভিনেত্রী’ বলে কটাক্ষ করেন টিকারাম। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

বিতর্কের সূত্রপাত আইফার বাজেটকে কেন্দ্র করে। জানা যায় যে এই অনুষ্ঠানের জন্য নাকি খরচ হয়েছে ১০০ কোটি। কংগ্রেস নেতার দাবি, সিনেমার একটি ইভেন্টের জন্য বিজেপি শাসিত রাজস্থান সরকার যে পরিমাণ খরচ করেছে, সেই তুলনায় তাঁরা ধার্মিক কোনও ইভেন্টে তাঁরা এত খরচ করেননি। জুলি সরকারকে সরাসরি আক্রমণ করে বলেন, “যদিও এই সরকার সনাতনের নাম জপ করে, তারা খাতু শ্যাম জি মন্দিরের জন্য ১০০ কোটি টাকা বা গোবিন্দ দেব জি মন্দিরের জন্য ১২০ কোটি টাকা বরাদ্দ করতে পারেনি। কিন্তু তারা আইফা অনুষ্ঠানের জন্য দ্রুত ১০০ কোটি টাকা অনুমোদন করেছে।”

আরও পড়ুন- Dia Mirza: ‘প্রিয়াঙ্কাদের টাকা ছিল, আর লারার সঙ্গে আমি এক প্যাকেট নুডলসে দিন কাটাতাম…’

তিনি অনুষ্ঠানের লাইনআপের সমালোচনা করে যুক্তি দেন যে, শাহরুখ খান ছাড়া অন্য কোনও বড় বলিউড তারকা পুরষ্কার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না, যা এর তাৎপর্যকে কমিয়ে দেয়। মাধুরী দীক্ষিত সম্পর্কে তার বিতর্কিত মন্তব্যের পক্ষে জুলি বলেন, “যখন কেউ মাধুরী দীক্ষিতের কথা উল্লেখ করেছিল, আমি উত্তর দিয়েছিলাম, ‘সে এখন দ্বিতীয় শ্রেণীতে পড়ে। তার সময় শেষ।’ কোনও বড় চলচ্চিত্র তারকা আসেননি।”তিনি আরও জিজ্ঞাসা করলেন, “যখন অমিতাভ বচ্চন আসেননি, তখন বলার কী আছে?”

কংগ্রেস নেতা রাজস্থানের জন্য এই অনুষ্ঠানের কার্যকারিতা নিয়ে আরও প্রশ্ন তোলেন, করদাতাদের অর্থের অপব্যবহারের অভিযোগ এনে বলেন, “৭ লক্ষ টাকার পাস বিনামূল্যে দেওয়া হয়েছিল। আইফা থেকে রাজস্থান কী পেয়েছে? তারকারা পর্যটন কেন্দ্র পরিদর্শন করেননি, এবং রাজস্থানের মানুষ কিছুই পাননি” । জুলির মন্তব্য বলিউড ভক্ত এবং শিল্পের অভ্যন্তরীণ ব্যক্তিত্বদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে, অনেকেই মাধুরীকে সমর্থন করেছেন, যিনি ভারতীয় চলচ্চিত্রের একজন আইকনিক ব্যক্তিত্ব।

আরও পড়ুন- Apu Biswas: বাংলাদেশের ‘শাহরুখ’! ঢাকাই সুপারস্টারেরও পদবি খান, স্ত্রী হিন্দু আর ছেলে আব্রাম…

যে মাধুরীকে দ্বিতীয় শ্রেণীর অভিনেত্রী বলেছেন টিকারাম। সেই মাধুরী দীক্ষিতকে নিয়ে উত্তেজনার শেষ ছিল না আইফার মঞ্চে। শাহরুখ খানের সঙ্গে দিল তো পাগল হ্যায় ছবির গানের নস্টালজিয়া মঞ্চে ফিরিয়ে আনেন শাহরুখ-মাধুরী। আইফার মঞ্চ থেকে ভাইরাল মাধুরীর একাধিক ছবি ও ভিডিয়ো। আশির দশক থেকেই ২০০০ পরবর্তী সময়ে মাধুরী দীক্ষিত ছিলেন রুপোলি পর্দার সেনসেশন। তাঁর কাঁধে ভর করেই বক্স অফিসে তুমুল ব্যবসা করেছে একাধিক ছবি। আজও সারা বলিউড তাঁর নাচে মগ্ন, তাঁর সৌন্দর্যে মুগ্ধ। সম্প্রতি তাঁর অভিনীত ভুল ভুলাইয়া থ্রি কয়েকশো কোটি ব্যবসা করেছে। সে হেন মাধুরীকে কী করে দ্বিতীয় শ্রেণীর অভিনেত্রী বললেন কংগ্রেস নেতা, প্রশ্ন সিনেমাপ্রেমীদের। সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস নেতাকে ধুয়ে দিয়েছেন অনুরাগীরা। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link