কলকাতা : গত পঞ্চায়েত ভোটের আগেও, একাধিক তৃণমূল নেতার মুখে শোনা গেছিল বিরোধীশূন্য করার হুঁশিয়ারি। এখন একের পর এক দুর্নীতির অভিযোগে তৃণমূল যখন চাপে, তখন হঠাৎ মদন মিত্রর মুখে শোনা গেল বিরোধীদের কথা ! বললেন,’যদি সাংঘাতিক বিরোধী থাকত, চাপে পড়ে এমনিতেই সমস্ত বদমায়েশগুলো ঠিক হয়ে যেত’। যে তৃণমূল কথায় কথায় এ রাজ্যের বিরোধীদের অস্তিত্বহীন বলে কটাক্ষ করে, সেই দলেরই বিধায়ক মদন মিত্র এখন দুর্নীতির দায় ঠেলতে গিয়ে বিরোধী খুঁজছেন ! শুধু মদন নন, একই রকম সুর আরেক বিধায়কের গলাতেও। কার্যত একই সুর শোনা গেছে তৃণমূলের আরেক বিধায়ক হুমায়ুন কবীরের গলাতেও! এ যেন উলটপুরাণ। যে হুমায়ুন কথায় – কথায় বিরোধীদের দুর্মুষ করেন, তিনিই এবার বললেন, ‘বিধানসভা লেভেলে, ব্লক লেভেলে, জেলা লেভেলে, সব জায়গাতেই বিরোধী দল থাকলে তারা শাসকদলের যে ভুল, শাসকদলের পক্ষপাতমূলক কোনও আচরণ সেটাকে তাদের প্রতিবাদ করলে সেই শাসক ভুল রাস্তা থেকে অনেকটা সঠিক রাস্তায় ঘুরে আসতে পারে বা অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারে।’
বাংলার বিধানসভায় এখন বিরোধী বলতে শুধুই বিজেপি। তবে তাদেরও একের পর এক বিধায়ক, সাংসদ দল ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছেন। গত লোকসভা ভোটেও বিজেপির কার্যত ভরাডুবি হয়েছে। এই প্রেক্ষাপটে বিরোধী হিসেবে বিজেপির ভূমিকা নিয়েও কার্যত হতাশ বিজেপিরই প্রাক্তন রাজ্য সভাপতি। তথাগত রায় বলছেন, BJP র বর্ষীয়াণ নেতা নিজেই বলছেন, ‘স্ট্রং অপজিশন নেই। বিজেপি তেমনভাবে শক্তি সঞ্চয় করতে পারেনি। বিজেপির একজন ফুলটাইম প্রেসিডেন্ট নেই। এছাড়াও নানান সাংগঠনিক সমস্যা আছে বিজেপির’ । তথাগত রায় আগামী দিনে রাজ্য বিজেপির প্রেসিডেন্ট পদে শুভেন্দু অধিকারীকে দেখতেও চেয়েছেন।
অন্যদিকে আবার তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য, ‘যদি সরকারপক্ষ ভাল কাজ করে, আরও বেশি মানুষের আস্থা পায়, আর বিরোধী পক্ষের মধ্যে আস্থা খুঁজে পাওয়ার উপাদান খুঁজে না পান, আমরা তো বিরোধী পক্ষ তৈরি করে দিতে পারি না‘
ছাব্বিশের বিধানসভা ভোটের প্রায় দেড় বছর আগে, রাজ্যে শক্তপোক্ত বিরোধী দলের অভাব বোধ করছেন শাসক দলের নেতারা। এমনকী বিরোধী দল হিসাবে বিজেপি এখনও পোক্ত হয়নি, মানছেন খোদ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিও। তাহলে কি ২৬ এর আগে নিজেদের তৈরি করতে উঠেপড়ে লাগবে বিজেপি ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন