# Tags
#Blog

‘তৃণমূলের কাপড়টা কেড়ে নিলে…মমতাকে বলবেন আমি বলেছি’, প্রকাশ্য সভায় কাকে নিশানা মদনের?

‘তৃণমূলের কাপড়টা কেড়ে নিলে…মমতাকে বলবেন আমি বলেছি’, প্রকাশ্য সভায় কাকে নিশানা মদনের?
Listen to this article


কলকাতা: অভ্যন্তরীণ দ্বন্দ্ব, কলহ নিয়ে এমনিতেই জেরবার দল। সেই আবহে এবার দলীয় কাউন্সিলরদের নিশানা করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে মদনের বার্তা, “কোনও কাউন্সিলর যদি আপনাদের চাকর ভাবে, পাত্তা দেবেন না।” তৃণমূলের পোশাক খুলে নিলে ওই সব কাউন্সিলররা খেতে পাবেন না বলেও মন্তব্য করলেন মদন। (Madan Mitra)

বেলঘরিয়ার একটি অনুষ্ঠানে সম্প্রতি এমন মন্তব্য করতে শোনা যায়। তিনি বলেন, “কোনও কাউন্সিলর যদি মনে করেন, আপনাদের তুল্যমূল্য বিচার করেন, আপনাদের চাকরবাকর মনে করেন, কী হল না হল পরোয়া করেন না, সেই সব কাউন্সিলরদের পাত্তা দেওয়ার কোনও দরকার নেই। সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি কাউন্সিলরদের কায়দা করে দেব।” (TMC News)

কাউন্সিলরদের কটাক্ষ করে মদন আরও বলেন, “খায় না মাথায় দেয়! বাড়িতে বসেছিল। আপনারা আশীর্বাদ করেছেন বলে গায়ে শাল জড়িয়ে কাউন্সিলর হয়ে গিয়েছে। কাল যদি গা থেকে তৃণমূলের কাপড়টা কেড়ে নেওয়া হয়, খেতে পাবে না। অনেকে আছেন আমি জানি। এখানে প্রেস আছে হয়ত। এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবেন, আমি বলেছি। কোনও কাউন্সিলরকে পরোয়া করার দরকার নেই।”

তৃণমূলের একদা হেভিওয়েট নেতা মদন, বর্তমানে দলের অন্দরে কিছুটা হলেও কোণঠাসা। মাঝেমধ্যে দলের নেতাদের বিরুদ্ধে কিছু মন্তব্য করা ছাড়া, আগের মতো সক্রিয় ভূমিকায় আর দেখা যায় না তাঁকে। সেই আবহে মদনের এই মন্তব্যে বিতর্ক দেখা দিয়েছে। অভ্যন্তরীণ দ্বন্দ্বের খবরে যখন জেরবার জোড়াফুল শিবির, সেই সময় প্রকাশ্য মঞ্চ থেকে মদন কাউন্সিলরদের ‘পাত্তা’ না দেওয়ার যে বার্তা দিলেন, তাতে দলের অন্দরে বিভাজন আরও চওড়া হবে কি না, উঠছে প্রশ্ন।

‘মমতাকে বলে দেবেন’ বলে যেভাবে হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে মদনকে, তাও ভালভাবে দেখছেন না অনেকেই। কারণ তৃণমূলে মদন বরাবর মমতার স্নেহধন্য বলেই পরিচিত। কিন্তু যে ভঙ্গিতে দলনেত্রীর নাম মুখে এনেছেন মদন, তা আগে কখনও শোনা যায়নি বলে মত তৃণমূলেরই একাংশের।

দলের অন্দরে নেতাদের কথা কেউ আর শুনছেন না বলে কয়েক দিন আগেই মন্তব্য করেন তৃণমূল বিধায়ক মহম্মদ আব্দুল গনি। মালদায় দুলাল সরকার খুনের পর তাঁর বক্তব্য ছিল, “কেউ সম্পূর্ণ ভাবে কথা শুনছে না। প্রশাসনিক শীর্ষ স্তরে যাঁরা রয়েছেন, সেই নেতাদের কথাও শোনা হয় না। এমন বিপজ্জনক পরিস্থিতি। এটা নিয়ে ভাবতে হবে আমাদের। ভাল লোকজনকে দায়িত্ব দিতে হবে, যাঁরা বিশ্বস্ত, সমাজ যাঁদের ভাল বলে।” সেই আবহে মদনের মন্তব্য গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

 

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal