NOW READING:
West Bengal Budget 2025 | Suvendu Adhikari: ‘কর্মচারীদের সঙ্গে প্রতারণা করল’, DA বৃদ্ধির প্রস্তাবে কটাক্ষ শুভেন্দুর!
February 12, 2025

West Bengal Budget 2025 | Suvendu Adhikari: ‘কর্মচারীদের সঙ্গে প্রতারণা করল’, DA বৃদ্ধির প্রস্তাবে কটাক্ষ শুভেন্দুর!

West Bengal Budget 2025 | Suvendu Adhikari: ‘কর্মচারীদের সঙ্গে প্রতারণা করল’, DA বৃদ্ধির প্রস্তাবে কটাক্ষ শুভেন্দুর!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  ‘দুর্মূল্য়ের বাজারে কর্মচারীদের সঙ্গে প্রতারণা, বিশ্বাসঘাতকতা করল’। রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির প্রস্তাবকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন, ‘মাত্র ৪ শতাংশ দিয়েছে। যে ৪ শতাংশ জানুয়ারি মাসে কেন্দ্র বৃদ্ধি করেছে। ১৫ সালে পে কমিশন হয়েছিল, নতুন পে কমিশনের প্রস্তাব নেই। এখনও কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রায় ৩১, ৩২ শতাংশের ব্যবধান হয়ে আছে’।

আরও পড়ুন:  Bengal Budget 2025: পঞ্চায়েত-গ্রামোন্নয়নে সবচেয়ে বেশি! ভোটমুখী বাংলায় বাজেটে কীসে বরাদ্দ কত…

১৪ থেকে বেড়ে এবার ১৮ শতাংশ। বাজেটে প্রত্যাশামতোই সরকারি কর্মচারীদের ৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা ঘোষণা হল। চলতি বছরের ১ এপ্রিল থেকেই কার্যকর হবে বর্ধিত ডিএ। বিধানসভায় বাজেট পেশের পর মুখ্যমন্ত্রী বলেন, এটা ষষ্ঠ পে কমিশনের সুপারিশ অনুযায়ী। অর্থাত্‍ কেন্দ্রে যেটা পায়, এটা কিন্তু আরও বেশি পায়। কারণ, পে কমিশন আর ডিএ, দুটোই পায়’।

মুখ্যমন্ত্রী জানান, ‘এটাও আমরা নতুন করে ২০২৪ সাল থেকে.. এটা ২০২৫-র সবে ফেব্রুয়ারি মাস, আমরা এর মধ্যে ১৪ শতাংশ ডিএ দিয়ে দিয়েছি। আজকে আরও ৪ শতাংশ ডিএ দেওয়া হল। সরকারি কর্মচারী থেকে শুরু করে যাঁরা বিভিন্ন কাজে আছেন, শিক্ষক অশিক্ষক থেকে শুরু করে, সবাই আছেন। পাবেন আর কি! পেনশনভোগী, লাভ হবে’।

আরও পড়ুন:  West Bengal Budget 2025 | Mamata Banerjee: ফের নিশানায় কেন্দ্র! ‘ভোট আসলে ওরা একরকম কথা বলে’, কটাক্ষ মুখ্যমন্ত্রীর!

এদিকে অষ্টম পে কমিশন ঘোষণা করে দিয়েছে কেন্দ্র। ১০ থেকে ৩০ শতাংশ হারে বাড়তে চলেছে কর্মচারীদের বেতন। আর ডিএ? কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখন ৫৩ শতাংশ মহার্ঘ ভাতা পান। সেক্ষেত্রে বর্ধিত ডিএ ধরে কেন্দ্র ও রাজ্যের ফারাক এখনও ৩৫ শতাংশ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 





Source link