কলকাতা: অক্সফোর্ড বিশ্ববিদ্য়ালয়ের কেলগ কলেজে মুখ্য়মন্ত্রীর বক্তৃতা চলাকালীন SFI-এর বিক্ষোভ। অক্সফোর্ডে গিয়ে মিথ্যাভাষণ দেবেন, আর SFI চুপ করে শুনবে? পোস্ট SFI-এর। পাল্টা, মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় যান এবং আপনার পার্টিকে বলুন আরও শক্তিশালী হতে।
টাটাদের সিঙগুর-ত্য়াগের প্রসঙ্গ তোলা থেকে শুরু করে পশ্চিমবঙ্গে কোন কোন কোম্পানি এসেছে তা নিয়ে প্রশ্ন করা, আর জি কর কাণ্ড নিয়ে প্রশ্ন থেকে গো ব্য়াক স্লোগান। অক্সফোর্ড বিশ্ববিদ্য়ালয়ের কেলগ কলেজে মুখ্য়মন্ত্রীর বকতৃতার সময় এইভাবেই বিক্ষোভ দেখাল সিপিএমের ছাত্র সংগঠন SFI-এর ইউনাইটেড কিংডম শাখা…পাল্টা তাদের উদ্দেশে রাজনৈতিক পরামর্শ দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, ‘আপনারা যদি চান এটাকে রাজনৈতিক প্ল্যাটফর্মে পরিণত করতে, তাহলে বাংলায় যান এবং আপনার পার্টিকে বলুন আরও শক্তিশালী হতে।’
SFI-এর বিক্ষোভের তীব্র প্রতিবাদ করে তৃণমূল নেতা রাজীব বন্দ্য়োপাধ্য়ায় সোশাল মিডিয়ায় লিখেছেন, আমাদের রাজ্যে মমতাদির সঙ্গে রাজনৈতিক লড়াই এ পর্যুদস্ত হয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি তে মুখ্যমন্ত্রীকে চক্রান্ত করে অপমান করতে গিয়ে বামেরা নিজেরাই অপমানিত হল । শুধু তাই নয় বিদেশের মাটিতে দেশ ও রাজ্যের সম্মান নস্ট করল । দিদি কে ধন্যবাদ যে তিনি ঠান্ডা মাথায় ওদের যোগ্য জবাব দিয়েছেন । আগামীদিনে বাংলার মানুষও এদের উচিত শিক্ষা দেবেন।
আরও পড়ুন, লন্ডনে গিয়ে RG কর কাণ্ডে প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রী
পাল্টা SFI-এর তরফে সোশাল মিডিয়া পোস্ট করে বলা হয়েছে, অক্সফোর্ডে গিয়ে মিথ্যাভাষণ দেবেন, আর SFI চুপ করে শুনবে? তা হয় না। আজ অক্সফোর্ডে দুনিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ে পাঠরত পড়ুয়া- গবেষক, যারা বিলেতে ভারতীয় ছাত্রদের যন্ত্রণার পাশে থাকে, সেই Students’ Federation of India – United Kingdom এর সদস্যরা গিয়ে মমতার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। সব মিলিয়ে লন্ডনে বিক্ষোভের আঁচ এসে পড়ল গঙ্গা পাড়েও।
আরও দেখুন