জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুরূপ প্রকল্প এনেছিল মধ্যপ্রদেশ সরকার ‘লাডলি বেহেনা’। বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল এই প্রকল্প। আর এবার পশ্চিমবঙ্গ সরকারের ‘যাত্রী সাথী’র মতোই কেন্দ্র সরকার আনতে চলেছে ‘সহকার’- আপ ক্যাব ট্যাক্সি পরিষেবা, যেখানে যাত্রী এবং চালক দুই পক্ষই সুবিধা পাবে, লাভবান হবে। অন্যান্য অ্যাপ ক্যাবগুলোর মতো এখানে অতিরিক্ত ভাড়া নেওয়া হবে না। সঙ্গে পুরো টাকাটাই যাবে চালকের কাছে। বুধবার, ২৬শে মার্চ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন যে, সরকার উবের এবং ওলার আদলে সমবায় পরিচালিত রাইড-হেলিং পরিষেবা ‘সহকার’ ট্যাক্সি চালু করতে চলেছে।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
লোকসভায় এক বিতর্কের মধ্যে অমিত শাহ্ বলেন যে, এই উদ্যোগটি প্রধানমন্ত্রীর “সহকার সে সমৃদ্ধি” অর্থাত্ সহযোগিতার সঙ্গে সমৃদ্ধির সঙ্গে কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে। আগামী দিনে, উবার এবং ওলার আদলে একটি বৃহৎ পরিসরে সমবায় ট্যাক্সি পরিষেবা আনতে চলেছে কেন্দ্র। এই সমবায় সমিতির লাভ ব্যবসায়ীদের কাছে নয়, সরাসরি চালকদের কাছে যাবে। এই মডেলটিই নিয়ে আসার ইচ্ছে রয়েছে কেন্দ্রীয় সরকারের। এই রাইড-হেলিং প্ল্যাটফর্মে দুই চাকার গাড়ি, অটোরিকশা এবং চার চাকার যানবাহন থাকবে।
আরও পড়ুন: জুয়ার নেশায় রক্তারক্তি প্রাইমারি স্কুলে, ১০ টাকা জেতার লোভে ব্লেড দিয়ে ৪০ পড়ুয়া…
২০২২ সালের জুন মাসে, কেন্দ্রীয় সরকারের শীর্ষ সমবায় সংস্থা জাতীয় পর্যটন ও পরিবহন সমবায় ফেডারেশন একই ধরণের ক্যাব-হেলিং পরিষেবা ঘোষণা করা হয়েছিল।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ এই উদ্যোগ এমন সময়ে করেছেন যখন রাইড-হেলিং জায়ান্টরা মানে ওলা, উবার এবং র্যাপিডো, শুধু চালকদের কাছ থেকে নয়, গ্রাহকদের কাছ থেকেও অনর্থক ভাড়া নেওয়ার অভিযোগের মুখোমুখি হচ্ছে। সোমবার, হায়দ্রাবাদের ক্যাব চালকরা ওলা, উবার এবং র্যাপিডোর মতো রাইড-হেলিং প্ল্যাটফর্মগুলির কম ভাড়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ‘নো এসি’ প্রচার শুরু করেন।
আরও পড়ুন: পুলিস নাক ডাকিয়ে ঘুমে, ঠিক পাশেই ছুরি মেরে যুবককে কুপিয়ে খুন…
তেলেঙ্গানা গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়ার্কার্স ইউনিয়ন (TGPWU) জানিয়েছে যে ক্যাব অ্যাগ্রিগেটররা সবজায়গায় অভিন্ন ভাড়া ব্যবস্থা নেবে। সরকার-নির্ধারিত প্রিপেইড ট্যাক্সি ভাড়ার মতো। জ্বালানি খরচ, যানবাহন রক্ষণাবেক্ষণ এবং চালকদের জন্য ন্যায্য ক্ষতিপূরণ দেবে এমনই ভাড়া।
এই বছরের শুরুতে, গ্রাহক সুরক্ষা কর্তৃপক্ষ (CCPA)একই রাইডের জন্য আলাদা ভাড়া নির্ধারণের অভিযোগের পর প্রধান ক্যাব সংস্থা ওলা এবং উবেরকে নোটিশ জারি করে। তবে, দুই সংস্থাই গ্রাহকদের থেকে আলাদা ভাড়া নেওয়ার অভিযোগ অস্বীকার করেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)