# Tags
#Blog

সোমবার পড়বে LIC-র শেয়ার, ত্রৈমাসিকের ফল প্রকাশ করল কোম্পানি 

সোমবার পড়বে LIC-র শেয়ার, ত্রৈমাসিকের ফল প্রকাশ করল কোম্পানি 
Listen to this article


 

Life Insurance Company: বাজেটে (Budget 2025) বিমা (Life Insurance) ক্ষেত্রে ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগের (FDI) ঘোষণার পরই চিন্তা বেড়েছিল বিনিয়োগকারীদের (Investment) মনে। এবার আশঙ্কাই সত্যি হতে পারে। সোমবারই পড়তে পারে রাষ্ট্রায়ত্ত বিমা কোম্পানির শেয়ার (LIC Share Price)। আজ ত্রৈমাসিক ফল (LIC Q3 Results) প্রকাশের পর দিনের শেষে লালে বন্ধ হয়েছে কোম্পানি। 

কী রেজাল্ট দিয়েছে কোম্পানি
আজ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) তার অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করেছে। কোম্পানি তৃতীয় ত্রৈমাসিকে 17% YoY-এর নিট মুনাফা বৃদ্ধি করেছে। যা কোম্পানির এক বছর আগের একই ত্রৈমাসিকে ₹9.444.42 কোটির তুলনায় বেড়েছে। যদিও 31 ডিসেম্বর শেষ হওয়া ত্রৈমাসিকে LIC-এর প্রফিট আফটার ট্যাক্স এক বছর আগের 94.44 বিলিয়ন রুপি থেকে বেড়ে 11,056 কোটি ($1.26 বিলিয়ন) হয়েছে৷ কর্মচারী ক্ষতিপূরণ ও কল্যাণ বাবদ ব্যয় (ওয়েলফেয়ার এক্সপেনসেস) 30% কমে 6,691 কোটি টাকা হয়েছে।

বিক্রি বাড়িয়েছিল কোম্পানি
গত ত্রৈমাসিকে এলআইসি-র পলিসি বিক্রি কারণে চাপের মধ্যে ছিল। যে কারণে মেয়াদপূর্তির আগে তাদের পলিসি বন্ধ করে দিলে পলিসিধারকদের চার্জ কমিয়ে দেয় কোম্পানি। এইভাবে অক্টোবর থেকে নীতি পরিবর্তন হওয়ার আগে বিমাকারীর সংখ্যা বাড়িয়েছিল সংস্থা।

কী ক্ষতি হয়েছে
কোম্পানির নেট প্রিমিয়াম আয় 9% কমে 1.07 ট্রিলিয়ন রুপি হয়েছে। যেখানে LIC-র সিঙ্গল প্রিমিয়ামে 24% পতন ঘটেছে। পাশাপাশি প্রথম বছরের প্রিমিয়াম সংগ্রহে 14% পতন ঘটেছে। আজ দিনের শেষে ফলাফলের আগে কোম্পানির শেয়ার 1.5% কমে শেষ হয়েছে। তবে কি সোমবার পড়বে শেয়ার ?

Q3 রেভিনিউ কত হয়েছে
প্রথম বছরের প্রিমিয়াম থেকে এলআইসি-এর আয় দাঁড়িয়েছে 7,334 কোটি টাকা, যা 2FY25 তে 11,245 কোটি টাকা ও  এক বছর আগের সময়ের মধ্যে 8,469 কোটি টাকা থেকে কমেছে। কোম্পানির রিনিউয়াল প্রিমিয়াম বছরের 3FY25-তে 64,923 কোটি টাকা এবং Q2FY25-এ 62,236 কোটি এবং Q3FY24-এ 62,719 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। মনে রাখবেন এখানে সিঙ্গল প্রিমিয়াম সেগমেন্টটি রিপোর্ট করা ত্রৈমাসিকে 35,172 কোটি টাকায় একটি উল্লেখযোগ্য দরপতনের সাক্ষী হয়েছে। যা 2FY25-এ 46,998 কোটি এবং Q3FY24-এ 46,451 কোটি টাকা ছিল৷

RBI Rate Cut : রিজার্ভ ব্য়াঙ্ক দিল সুখবর, এখন ২৫ লাখ, ৫০ লাখ, ১ কোটির হোম লোনে কত পড়বে EMI ?

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal