মেয়াদ পেরিয়ে গেলেও LIC-র টাকা দাবি করেননি ? এই টাকা ফেরত পাবেন ? কী বলছে নিয়ম

Estimated read time 1 min read
Listen to this article


Life Insurance: অনেক সময় এই ভুল করে থাকেন পলিসি হোল্ডাররা (LIC Policy)। পলিসির  মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও ক্লেম (Policy Claim) করেন না। সেই ক্ষেত্রে কতদিন পর্যন্ত আপনার টাকা (Money) রেখে দেয় লাইফ ইনস্যুওরেন্স কর্পোরেশন (LIC) জানেন ? এই নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে আর টাকা পাবেন না !

LIC-র বিপুল টাকা দাবি করেননি অনেকেই
 লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) 2023-24 আর্থিক বছরের জন্য দাবি না করা পরিমাণ ঘোষণা করেছে। 2023-24 আর্থিক বছরে LIC-এর 880.93 কোটি টাকা। এত বিপুল পরিমাণ অর্থের মালিক কে তা নিয়ে প্রশ্ন উঠেছে। কেউ এখনও এই পরিমাণ দাবি করেনি। তাহলে এই টাকা দিয়ে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া কী করবে? আপনি যদি এখনও আপনার LIC ম্যাচুরিটির পরিমাণ দাবি না করে থাকেন, তাহলে আপনি কীভাবে সেই পরিমাণ দাবি করতে পারেন? কীভাবে আপনি ওই পরিমাণ টাকা তুলতে পারেন? দেখে নিন এই বিষয়ে বিস্তারিত তথ্য।

যদি কেউ 10 বছরের জন্য এই পরিমাণ দাবি না করে …
LIC এর কাছে 880.93 কোটি টাকা পড়ে আছে। 2023-24 আর্থিক বছরে 3.72 লক্ষ পলিসিহোল্ডারের টাকা আছে। তবে তারা এখনও এই পরিমাণ দাবি করেনি। যদি কেউ 10 বছর ধরে এই পরিমাণ দাবি না করে, তবে এটি ফেরত পাওয়া খুব কঠিন হবে। সংসদে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরীর দেওয়া তথ্য অনুসারে, এলআইসির কাছে থাকা 880.93 কোটি টাকা 2023-24 আর্থিক বছরে 3.72 লক্ষ পলিসিহোল্ডারের। যারা এখনও এই টাকা দাবি করেনি। যদি কেউ এই পরিমাণ 10 বছরের জন্য দাবি না করে, তবে এটি ফেরত পাওয়া খুব কঠিন।

কীভাবে LIC-র এই টাকা দাবি করতে হয়?
পলিসি হোল্ডার বা সুবিধাভোগীরা LIC-এর ওয়েবসাইটে (https://licindia.in/home) গিয়ে তাদের দাবি না করা পরিমাণ চেক করতে পারেন।

আপনি একটি দাবি করতে কী করবেন?

গ্রাহক পরিষেবা বিভাগে যান এবং পলিসিহোল্ডার আনক্লেইমড অ্যামাউন্টস নির্বাচন করুন।

অনুরোধ করা তথ্য যেমন পলিসি নম্বর, নাম, জন্মতারিখ এবং প্যান কার্ডের বিবরণ লিখুন।

সাবমিট-এ ক্লিক করুন, তারপরে আপনার পলিসি সম্পর্কিত বিশদ বিবরণ স্ক্রিনে উপস্থিত হবে।

একটি মিডিয়া প্রচারাভিযান এবং এজেন্টদের নিয়মিত ফলো-আপ সহ দাবি প্রক্রিয়াকে সহজতর করার জন্য LIC বেশ কিছু ব্যবস্থা নিয়েছে।

আপনি যদি 10 বছরের জন্য দাবি না করেন তবে কী হবে?
যদি 10 বছরের জন্য অর্থ দাবি করা না হয়, তাহলে অর্থ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার ফান্ডে স্থানান্তর করা হয়। এই তহবিল প্রবীণ নাগরিকদের কল্যাণে ব্যবহার করা হয়। ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (আইআরডিএআই) সমস্ত বিমা কোম্পানির জন্য তাদের ওয়েবসাইটে 1000 টাকা বা তার বেশি দাবি না করা পরিমাণ প্রদর্শন করা বাধ্যতামূলক করেছে৷

Privacy Policy: স্ত্রীর ব্যক্তিগত ছবি স্বামী ফাঁস করলে কী হতে পারে জানেন, আইন কী বলে ?

আরও দেখুন



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours