জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বড় ধাক্কা লস্কর-ই-তৈবার। একেবারে ঘরের সামনেই লস্কর-ই-তৈবার রাজনৈতিক শাখার প্রধান মৌলানা কাসিফ আলিকে গুলিতে ঝাঁজরা করে দিল আততায়ীরা। সোমবার খাইবার পাখতুনখাওয়ার স্বাবিতে কাসিফের বাড়ির দরজাতেই তাকে গুলি করা হয়। এনিয়ে তীব্র উত্তজনা সৃষ্টি হয়েছে গোটা খাইবার পাখতুনখাওয়া জুড়ে।
আরও পড়ুন-একলাফে অনেকটাই বাড়ল তাপমাত্রা! ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?
ঘটনার পরই হামলাকারীরা পালিয়ে যেতে সমর্থ হয়। তাদের খোঁজ চালাচ্ছে পুলিস। এক মাস আগেই লস্করের ৩ সদস্য নিহত হয়। এদের মধ্যে ২ জন খুন হন গাড়ি চাপা পড়ে।
Reportedly Maulana Kashif Ali’s funeral held today at 2pm in his home town in Swabi https://t.co/mBw6OecQ1V pic.twitter.com/UjvLyPsa1H
— OsintTV (@OsintTV) February 16, 2025
২০২৪ সালে পাকিস্তান মারকাজি মুসলিম লিগ নামে একটি রাজনৈতিক দল খুলেছিলেন লস্কর প্রধান হাফিজ সঈদ। তারই প্রধান ছিলেন মৌলানা কাসিফ। সোমবার সকালে বাইক চড়ে এসে আততায়ীরা কাসিফকে গুলি করে যায়। এনিয়ে শোরগোল শুরু করে দিয়েছে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি। তাদের দাবি, দ্রুত কাসিফের খুনিদের গ্রেফতার করতে হবে। ফলে চাপ বাড়ছে পাক সরকারের উপরে। তবে শাহবাজ শরিফ সরকারের তরফে এনিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
+ There are no comments
Add yours