#laxmi #laxmipuja #Laxmisara #folkart
দুর্গা সরা। লক্ষ্মী সরা। কোথাও সরায় লক্ষ্মীর দুই সহচরী— জয়া, বিজয়া। কোথাও রাধা-কৃষ্ণ বা লক্ষ্মী-নারায়ণ যুগলে। ফরিদপুরের সুরেশ্বরী সরা, ঢাকাই সরা আঙ্গিকে আলাদা। পৃথক অঙ্কন রীতিতেও। সরার এই শৈলীতে মিশে আছে দুই বাংলার যুক্তসাধনার ধারাও।
আনন্দবাজার অনলাইনের ভিডিয়ো দেখতে ক্লিক করুন:
source

আমাদের লক্ষী পূজোয় এক চোখ কৃষ্ণ সরা লাগে আমাদের পূর্বপুরুষ ফরিদপুরের
Excellent work 👍
মূতি মুখের ছাপ মটিব ইসলামে এসব কুফরি কাজ।মানুষ ছবি বা মূর্তির প্রান দিতে পারেনা তাই সৃষ্টি করা হারাম কাজ। ইসলামে কোন সৃষ্টিশীল বিনোদনের কোন বৈধতা নেই। ব্রাহ্মণদের এখন কেউ পূজা আর্চা ছাড়া বিশেষ গুরুত্ব দেয় না।আপনারা সমাজ পরিবর্তন না করে রাজনীতি করতে থাকুন।
Details interview তুলে ধরার অনুরোধ করছি
আসলেই দেবী একচোখা নীতি নিয়ে চলে তাই একচক্ষু লক্ষী ডিজাইন টা অযৌক্তিক নয়।
Darun information pawa gelo… khub valo laglo.
ভাট বকে মুড়ি মুড়কি এক করে দিল।😂
Ki ultopalta bhaat boke. Nijer communist theory apply korar cheshta
🖤🕋🥀..কালেমার দাওয়াত দিয়ে গেলাম..☝️
লা গুদেল্লাহা গুদলাল্লাহু গুদহাম্মাদুর গুদেলুল্লাহ সাঃ
আসুন আমরা আমাদের কলিজার টুকরো প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়ালহাই ওয়াসাল্লামের মানব সভ্যতার আদর্শগত কর্ম সম্পর্কে জেনে নিই 🤲☝️☪️♥️
১. রাসূলুল্লাহ তাঁর ২৬ বছর বয়সে আবু হালা (রা:) কে হত্যা করে ৬২ বছরের বৃদ্ধ খাদিজা (রা:) কে বিয়ে করেন।
২. রাসূলুল্লাহ নিজের প্রিয় কন্যা হজরত ফাতেমা (রা:) কে তার চাচা হজরত আলির সঙ্গে বিয়ে দেন।
৩. রাসূলুল্লাহ তাঁর ৫৩ বছর বয়সে ৯ বছরের আয়েশাকে বিয়ে করে খাট কাপিয়েছেন, তিনি মা আয়িশা (রা:) এর কচি যোনিপথে ৭২ ফুট গর্ত বানিয়েছিলেন, নবী করিম (সা:) মা আয়েশার যোনির ভেতর মুখ ঢুকিয়ে যোনিকে বড়ো করেছিলেন।
৪. রাসূলুল্লাহ তাঁর চতুর্থ স্ত্রী হজরত হাফসা (রা:) কে এমন চুঁদতেন যে দিনের বেলা মা হাফসা (রা:) সবকিছু ঝাফসা দেখতেন।
৫. রাসূলুল্লাহ একদিন পথে একটি নারীকে দেখে উত্তেজিত হয়ে পড়েন ও ঘরে গিয়ে তিনি নিজের পালকপূত্র জায়েদ (রা:) এর স্ত্রী হজরত জয়নব (রা:) এর সঙ্গে সেকস্ করেন।
৬. কন্যা ফাতেমা (রা:) এর মৃত্যুর পর রাসূলুল্লাহ, হজরত ফাতেমার মৃত দেহকে কবর থেকে তুলে সেকস্ করেন।
সবাই কন আলহামচুদিল্লাহ ♥️☝️🕋☪️