দাউদ, লরেন্স বিষ্ণোইয়ের ছবি দেওয়া টি-শার্ট বিক্রি ; ফ্লিপকার্ট-সহ আরও বিক্রেতাদের বিরুদ্ধে মাম

Estimated read time 1 min read
0 0
Listen to this article
Read Time:4 Minute, 25 Second


Lawrence Bishnoi Tshirt: অপরাধীদের ‘মহান’ করে দেখানোর অভিযোগে অনলাইন বিজনেস প্লাটফর্ম (Online Business Platform) ফ্লিপকার্ট (Flipkart) ছাড়াও বেশকিছু সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের হল। যার ফলে চিন্তা বাড়ল এই সাইটগুলির।   

কী কারণে বিপাকে অনলাইন বিজনেস প্লাটফর্মগুলি
সম্প্রতি দাউদ ইব্রাহিম এবং জেলে থাকা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম নিয়ে অপরাধ জগতে তোলপাড় হচ্ছে। মিডিয়াতে গত কয়েকদিন ধরে ঘুরে বেরাচ্ছে এই নামগুলি। প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি হত্যার পর লরেন্স বিষ্ণোইয়ের নাম আবার আলোচনায় উটে এসেছে। অভিনেতা সালমান খানের বাড়িতে গুলি চালানোর সময় বাবা সিদ্দিকীকে বিষ্ণোই গ্যাং হত্যা করেছে বলে সন্দেহ করা হচ্ছে। 

এদের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের
ভারতের মোস্ট ওয়ানটেড ডন দাউদ ইব্রাহিম এবং লরেন্স বিষ্ণোই উভয়েই আইনের নজরে গুরুতর অপরাধী। নতুন করে এদের অনুকরণ করছে কিছু তরুণ। বড় বিষয় হল, এই দু-জনের অনুকরণে প্রকাশ্যে টি-শার্ট ও ভোগ্যপণ্য বিক্রি শুরু করেছে কিছু অনলাইন প্লাটফর্ম। যাদের বিরুদ্ধে ইতিমধ্যেই সাইবার ক্রাইম বিভাগ ব্যবস্থা নিতে শুরু করেছে। অনলাইনে সম্পর্কিত পণ্য বিক্রির একটি ই-কমার্স ওয়েবসাইটে পুলিশ একটি মামলা দায়ের করেছে।

ফ্লিপকার্ট ছাড়াও এই সাইটগুলিতে বিক্রি হচ্ছে টি-শার্ট
দাউদ ইব্রাহিম ও গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ছবি সম্বলিত টি-শার্ট ছাপিয়ে বিক্রি করা হচ্ছে অনলাইন প্লাটফর্মে। মহারাষ্ট্র সাইবার বিভাগ অবিলম্বে এই ঘটনার গুরুত্ব বুঝে নোটিশ পাঠিয়েছে। সংশ্লিষ্ট ই-কমার্স ওয়েবসাইট এবং বিক্রেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মহারাষ্ট্র সাইবার বিভাগ। পুলিশের মতে, Flipkart, AliExpress, TeeShopper এবং Etsy এর মতো বেশ কয়েকটি ই-কমার্স প্ল্যাটফর্ম গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ছবি সহ টি-শার্ট বিক্রি করেছে। 

এই ধরনের পণ্য অপরাধ প্রবণতা ইন্ধন কাজ করছে বলে অভিযোগ তুলেছে ওয়াকিবহাল মহল। তাদের অভিযোগ, নেতিবাচক ও অপরাধপ্রবণতা তরুণদের প্রভাবিত করছে। তাই এসব বিষয় সামাজিক মূল্যবোধের অবনতি ঘটাচ্ছে এবং সমাজে অপরাধপ্রবণতাকে চাঙ্গা করছে। এছাড়াও, যুবসমাজ বিপথে যাওয়ার এবং একটি প্রজন্মের জীবনকে ধ্বংস করার সম্ভাবনা রয়েছে। অতএব, মহারাষ্ট্র সাইবার ক্রাইম এই বিষয়ে নোটিশ ধরিয়ে একটি মামলা দায়ের করেছে।

কাদের বিরুদ্ধে ব্যবস্থা
মহারাষ্ট্রের সাইবার বিভাগ ভারতীয় দণ্ডবিধি (BNS), 2023 এর ধারা 192, 196, 353, 3 এবং IT আইন, 2000 এর ধারা 67 এর অধীনে ই-কমার্স ওয়েবসাইট এবং ফ্লিপকার্টের মতো বিক্রেতা প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছে। যার মধ্যে ফিলকার্ট ছাড়াও AliExpress, T-Shopper এবং Etsy-র নাম রয়েছে। তাই এই ধরনের জিনিস বিক্রিকারীদের বিরুদ্ধে পুলিশ পরবর্তী ব্যবস্থা নিতে পারে।

Sachin Tendulkar: সচিনের ৫ কোটি হয়ে গেল ৭২ কোটি! ‘এই’ কোম্পানি বহু মানুষকে ধনী করেছে

আরও দেখুন



Source link

About Post Author

JagoronBarta

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *