কলকাতা: হাওড়ায় বন্ধ লঞ্চ পরিষেবা (Launch Service Disruption)। প্রতিবাদে সরব ব্রিগেডমুখী বাম কর্মী সমর্থকরা। বিভিন্ন জেলা থেকে হাওড়া স্টেশনে পৌঁছায় কর্মী সমর্থকরা। লঞ্চঘাটে এসে দেখেন তা বন্ধ। তার জেরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।
ক্ষোভপ্রকাশ কর্মী সমর্থকদের: বামেদের ব্রিগেড সমাবেশের দিনই হাওড়ায় বন্ধ লঞ্চ পরিষেবা। তীব্র ক্ষোভপ্রকাশ করলেন বাম কর্মী সমর্থকরা। ব্রিগেডের সমাবেশে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে ট্রেনে করে হাওড়া স্টেশনে পৌঁছন কর্মী সমর্থকরা। লঞ্চ ঘাট বন্ধ থাকায় ক্ষোভ উগরে দেন তাঁরা। চক্রান্তের অভিযোগ তুলে তাঁরা জানান, হেঁটেই ব্রিগেড পৌঁছবেন। হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতির তরফে গতকালই নোটিস দিয়ে জানানো হয়, মেরামতির জন্য ভেসেল কম থাকায় রবিবার পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।
আরও দেখুন