NOW READING:
লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বাড়ানোর আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি BJP সাংসদের
November 21, 2024

লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বাড়ানোর আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি BJP সাংসদের

লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বাড়ানোর আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি BJP সাংসদের
Listen to this article



<p>BJP News: এবার লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বাড়ানোর আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বিজেপি সাংসদের। ‘লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ হাজার করা হোক’। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতোর। ‘তৃণমূলের মদতে রাজ্যে ফড়েরাজের রমরমা, সেই কারণেই মূল্যবৃদ্ধি আকাশছোঁয়া’। ‘এই মূল্যবৃদ্ধির মোকাবিলায় লক্ষ্মীর ভাণ্ডারের ১ হাজার টাকা অনুদান যথেষ্ট নয়’। ‘মহারাষ্ট্রে মহিলাদের দেড় হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে’। ‘ঝাড়খণ্ডেও আড়াই হাজার টাকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে’। ‘বাংলার নারী ক্ষমতায়নের জন্যেও লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান ১ হাজার থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করা হোক’। মুখ্যমন্ত্রীকে চিঠি পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতোর।</p>
<p>&nbsp;</p>
<p>ট্যাবের পর এবার কন্যাশ্রী নিয়েও হ্যাকিং-শঙ্কা রাজ্যের। সতর্ক করে জেলাশাসককে একাধিক নির্দেশিকা নারী ও শিশু কল্যাণ দফতরের। জেলাশাসক ছাড়াও সব জেলার সোশ্যাল ওয়েলফেয়ার ডিরেক্টরকে ৬ দফা নির্দেশিকা জারি। যে সব অ্যাকাউন্টে হ্যাকের আশঙ্কা আছে সেগুলির পাসওয়ার্ড বদলানোর নির্দেশ। ‘হ্যাকিং-রোধী যাবতীয় সুরক্ষা নিশ্চিত করতে হবে জেলা প্রশাসনকে’। ‘নিয়মিত স্ক্যান করতে হবে কম্পিউটার’। ‘পাসওয়ার্ড-সহ কোনও ক্রেডেনশিয়াল ওয়েব পেজে সেভ করে রাখা যাবে না’। নির্দেশিকা জারি নারী ও শিশু কল্যাণ দফতরের।</p>



Source link