জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরজি কর কান্ডের মাঝেই এবার এক মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ উঠল নয়ডায়। রাজধানী দিল্লি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে নয়ডা। সেখানেই ডিএলএফ মলের সামনে ক্যাবের জন্য অপেক্ষা করছিলেন ওই সাংবাদিক। তখনই বাইক চালিয়ে এক যুবক তাঁর সামনে এসে দাঁড়ায়। পিছনে বসা ব্যক্তি হাত নেড়ে জিজ্ঞেস করে, “রেট কত?’’
আরও পড়ুন, Uttarakhand: দেহ মিলল ৯ দিন পরে! নির্জনে টেনে নিয়ে গিয়ে প্রথমে ধর্ষণ, পরে গলায় ওড়না জড়িয়ে…
বৃহস্পতিবারে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করে লেখেন, ”আমি ডিএলএফ-এর কাছে আমার ক্যাবের জন্য অপেক্ষা করছিলাম, সেক্টর -18, নয়ডায়। একটি বাইক পার হয়ে যাওয়ার সময় পেছনে বসা লোকটি হাত নেড়ে জিজ্ঞেস করল ‘কেয়া রেট লেগি’। বলার পর ১ মিনিট দাঁড়াননি, সঙ্গে সঙ্গে বাইক নিয়ে চলে যান। কয়েক সেকেন্ডের মধ্য়ে ঘটনাটা ঘটে গেল।’
Trigger warning: Harassment
1. I was waiting for my cab near DLF m, Sector -18, Noida. A bike crossed and the guy sitting at the back waved and asked ‘kya rate legi’. He didn’t even stop and everything happened within a flick of seconds.
Thankfully, I’m back at home safely rn.
— Sonal Pateria (@SonalPateria) August 14, 2024
যদিও সাংবাদিক ওই মহিলা নিরাপদে বাড়িতে পৌঁছাতে সক্ষম হন। তার পোস্টে আরও লেখা হয়েছে, ”গত রবিবার, দিনের আলোতে সেক্টর -18 মেট্রোর দিকে হাঁটছিলেন এমন সময় একটি লোক এসে হ্যালো বলল। আমি অবাক হইনি, তারপর নিজেকে শান্ত করলাম এই ভেবে যে সে হয়তো আমার সাংবাদিকতা কাজ দেখে চিনেছে। কিন্তু আমি ভুল ছিলাম। তিনি আমাকে অবাক করে আরও বললেন, ‘অবাক হবেন না, শান্ত হন।’
‘ম্যায়নে আপকো ওয়াক করতে দেখা। আপা মুঝে বহুত আছি লাগি। তো মইনে সোচা রোক কর বাত কি যায়ে। কেয়া পাতা কোই বাত বন যায়’। তাঁর সাহস দেখে অবাক হয়ে গিয়েছিলাম। শুধু বললাম, এভাবে দাঁড় করিয়ে কথা বলাটা কোনও সহবত নয়, এবার সেখান থেকে হেঁটে বেরিয়ে গেলাম।’ দিল্লির রাজীব চকেও আরও একটি ঘটনা ঘটেছিল ওই মহিলা সাংবাদিকের সঙ্গে। এক ব্যক্তি সরাসরি এসে তাঁর ফোন নম্বর চান। তিনি লিখেছেন, “এই মাসেই এসব ঘটেছে। আমি কী পরেছিলাম, কখন হয়েছে, সেগুলো কোনও বিষয় নয়। কারণ এগুলোর কোনও গুরুত্ব নেই। একমাত্র সত্যি আমি একজন মেয়ে। তাই প্রতিদিন এমন সব ঘটনার সম্মুখীন হই।’
আরও পড়ুন, Menstrual Leave: স্বাধীনতা দিবসে মহিলাদের দারুণ উপহার, এবার ঋতুকালীন ছুটি সরকারি, বেসরকারি কর্মীদের
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)