NOW READING:
‘যারা গন্ডগোল করেছে, তাদের মূল পান্ডাদের এলাকার মানুষ চিনতে পারছে না’,আক্রমণ কুণালের
April 13, 2025

‘যারা গন্ডগোল করেছে, তাদের মূল পান্ডাদের এলাকার মানুষ চিনতে পারছে না’,আক্রমণ কুণালের

‘যারা গন্ডগোল করেছে, তাদের মূল পান্ডাদের এলাকার মানুষ চিনতে পারছে না’,আক্রমণ কুণালের
Listen to this article



<p><span class="yt-core-attributed-string–link-inherit-color" dir="auto">ABP Ananda LIVE: ‘১৬ এপ্রিল বৈঠক করবেন মমতা’ । আপত্তি-প্রতিবাদ গণতান্ত্রিক পদ্ধতিতে হোক, কিন্তু অশান্তি হয় এরকম কাজ করবেন না’ । ‘বিজেপির পাতা ফাঁদে পা দেবেন না’ । বিএসএফের একাংশের সহযোগিতায় সীমান্ত থেকে হামলাকারীকে ঢুকিয়ে প্ররোচনা দিয়ে গন্ডগোল করানো হয়েছে’ । যারা গন্ডগোল করেছে, তাদের মূল পান্ডাদের এলাকার মানুষ চিনতে পারছে না’ । ‘কোনও কোনও রাজনৈতিক দলের অংশ কেন্দ্রের কোনও কোনও এজেন্সির সঙ্গে হাত মিলিয়েছে’ । ‘বিএসএফের একাংশকে কাজে লাগিয়ে দুষ্কৃতীদের দিয়ে হামলার পর সরানো হয়েছে’। বেশিরভাগ দুষ্কৃতীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এলাকার মানুষ চিনতে পারছে না’ । অশান্তি ছড়ালে লাভ বিজেপি-কংগ্রেস-সিপিএমের’ । তৃণমূলের তরফে তদন্ত দাবি করা হচ্ছে, এটা গভীর ষড়যন্ত্র’ । বিজেপি গন্ডগোলের ছবি বলে মিথ্যা প্রচার শুরু করেছে’ । সোশাল মিডিয়ায় আগুন, ভাঙচুরের ছবি পোস্ট করেছে বিজেপি’ । এই ছবিগুলি মুর্শিদাবাদের নয়, দ্বিতীয় ছবি লখনউয়ের এনআরসি নিয়ে বিক্ষোভের’ । চতুর্থ ছবি জলন্ধরের বাড়িতে আগুন লাগানোর ছবি, মুর্শিদাবাদ বলে পোস্ট করা হয়েছে’। ‘ত্রিপুরায় অশান্তি হচ্ছে, কিন্তু অন্য রাজ্যের ছবি মুর্শিদাবাদ বলে পোস্ট করছে বিজেপি’, অগ্নিগর্ভ মুর্শিদাবাদ নিয়ে মুখ খুললেন কুণাল ঘোষ।</span></p>



Source link