‘ভোলি ভালি লড়কি’, গানটা শুনলে তাঁরই ছবিটাই ভাসে, আজ মহাকুম্ভে সন্ন্যাস নিলেন এই অভিনেত্রী
মহাকুম্ভে গিয়ে সন্ন্যাস গ্রহণ করলেন অভিনেত্রী মমতা কুলকার্ণী। এবার অভিনেত্রী মমতা কুলকার্ণী নতুন নামকরণ হয়েছে, মমতা নন্দ গিরি।
আজ সন্ধ্যায় হল তাঁর পট্টাভিষেক। কিন্নর আখড়ায় মহামণ্ডলেশ্বর-এর দায়িত্ব সামলাবেন তিনি।
একটা সময়ে বলিউডের অন্যতম হিট ছবি ‘করণ-অর্জুন’-এ অভিনয় করেছিলেন মমতা কুলকার্ণী। শাহরুখ-সলমনের সঙ্গে কাজ করেছিলেন বলিউডের এই ডিভা।
‘ভোলি ভালি লড়কি’, সাদামাটা প্রেমের গানটা মনে পড়লে, ভেসে ওঠে তাঁরই ছবি।তবে ৯-এর দশকে, আদতে তিনিই ছিলেন বলিউডের ‘বম্বশেল’।
না হলে কী আর ‘কোই যায়ে তো লে আয়ে’ গানে কোমর ঝাকিয়ে ওইভাবে ঝড় তুলতে পারতেন!
কিন্তু রঙিন পর্দার বাইরে, মাদক মামলায় বিতর্কে জড়িয়ে ২৪ বছর ছিলেন দেশছাড়া।
এদিকে কুম্ভমেলায় উপচে পড়া ভিড় পুণ্যার্থীদের। পুণ্যলাভের আশায় হাজার হাজার মাইল ছুটে এসেছে ভক্তকূল।
ধ্যানমগ্ন সন্ন্যাসী। দেশি-বিদেশি অতিথি। সব মিলে মিশে একাকার। প্রয়াগরাজে সাধু-সন্তদের আখড়ার ধরা পড়েছে নানা রঙের ছবি।
কেউ হিমশীতল প্রয়াগে বসে রয়েছে ভষ্ম মেখে, কেউ IIT থেকে, কেউ আবার অক্সিজেন সিলিন্ডারকে সঙ্গী করেই পৌঁছে গিয়েছেন আখড়ায়।
দেশ-বিদেশ থেকে পুণ্য়ার্থীরা সেখানেই ভিড় করছেন বাবার আশীর্বাদ নিতে। তবে এবার প্রকাশ্যে এল আরও এক নতুন ছবি।
Published at : 24 Jan 2025 09:14 PM (IST)
আরও জানুন বিনোদনের
আরও দেখুন