NOW READING:
লক্ষ মানুষের ভিড়েও তাঁকে চোখে পড়বে সবার, রাশিয়া থেকে মহাকুম্ভে এসে কে চমকে দিলেন এবার ?
January 17, 2025

লক্ষ মানুষের ভিড়েও তাঁকে চোখে পড়বে সবার, রাশিয়া থেকে মহাকুম্ভে এসে কে চমকে দিলেন এবার ?

লক্ষ মানুষের ভিড়েও তাঁকে চোখে পড়বে সবার, রাশিয়া থেকে মহাকুম্ভে এসে কে চমকে দিলেন এবার ?
Listen to this article


কুম্ভমেলায় উপচে পড়া ভিড় পুণ্যার্থীদের। পুণ্যলাভের আশায় হাজার হাজার মাইল ছুটে এসেছে ভক্তকূল। ধ্যানমগ্ন সন্ন্যাসী।

কুম্ভমেলায় উপচে পড়া ভিড় পুণ্যার্থীদের। পুণ্যলাভের আশায় হাজার হাজার মাইল ছুটে এসেছে ভক্তকূল। ধ্যানমগ্ন সন্ন্যাসী।

দেশি-বিদেশি অতিথি। সব মিলে মিশে একাকার। প্রয়াগরাজে সাধু-সন্তদের আখড়ার ধরা পড়েছে নানা রঙের ছবি।

দেশি-বিদেশি অতিথি। সব মিলে মিশে একাকার। প্রয়াগরাজে সাধু-সন্তদের আখড়ার ধরা পড়েছে নানা রঙের ছবি।

কেউ হিমশীতল প্রয়াগে বসে রয়েছে ভষ্ম মেখে, কেউ IIT থেকে,  কেউ আবার অক্সিজেন সিলিন্ডারকে সঙ্গী করেই পৌঁছে গিয়েছেন আখড়ায়।

কেউ হিমশীতল প্রয়াগে বসে রয়েছে ভষ্ম মেখে, কেউ IIT থেকে,  কেউ আবার অক্সিজেন সিলিন্ডারকে সঙ্গী করেই পৌঁছে গিয়েছেন আখড়ায়।

দেশ-বিদেশ থেকে পুণ্য়ার্থীরা সেখানেই ভিড় করছেন বাবার আশীর্বাদ নিতে। তবে এবার প্রকাশ্যে এল আরও এক নতুন ছবি।

দেশ-বিদেশ থেকে পুণ্য়ার্থীরা সেখানেই ভিড় করছেন বাবার আশীর্বাদ নিতে। তবে এবার প্রকাশ্যে এল আরও এক নতুন ছবি।

এবার প্রয়াগে সুদূর রাশিয়া থেকে হাজির মাসকিউলার বাবা।  যদিও তাঁকে দেখে বোঝার উপায় নেই যে, তিনি এসেছেন কোথা থেকে।

এবার প্রয়াগে সুদূর রাশিয়া থেকে হাজির মাসকিউলার বাবা।  যদিও তাঁকে দেখে বোঝার উপায় নেই যে, তিনি এসেছেন কোথা থেকে।

প্রয়াগরাজে তাপমাত্রা ঘোরাফেরা করছে ১০ এর ঘরে। আবহাওয়ার পর্যবেক্ষণ বলছে, আরও নামতে পারে প্রয়াগরাজের পারদ।

প্রয়াগরাজে তাপমাত্রা ঘোরাফেরা করছে ১০ এর ঘরে। আবহাওয়ার পর্যবেক্ষণ বলছে, আরও নামতে পারে প্রয়াগরাজের পারদ।

আর উত্তরপ্রদেশের এই হাড়কাঁপানো শুকনো ঠান্ডাতেও,গায়ে শুধুমাত্র ভষ্ম মেখে বসে রয়েছেন নাগা বাবা। গায়ে নেই কোনও বস্ত্র।

আর উত্তরপ্রদেশের এই হাড়কাঁপানো শুকনো ঠান্ডাতেও,গায়ে শুধুমাত্র ভষ্ম মেখে বসে রয়েছেন নাগা বাবা। গায়ে নেই কোনও বস্ত্র।

সেই নভেম্বর মাস থেকে প্রয়াগরাজের আখাড়ায় এসে বসে আছেন নাগা বাবা। সামনেই জ্বলছে আগুন। পুড়ছে কাঠের পর কাঠ।

সেই নভেম্বর মাস থেকে প্রয়াগরাজের আখাড়ায় এসে বসে আছেন নাগা বাবা। সামনেই জ্বলছে আগুন। পুড়ছে কাঠের পর কাঠ।

আর সেই আগুনের উত্তাপই নাগা বাবার জন্য যথেষ্ট। সেই কাঠের ছাই-ই গোটা গায়ে মেখে রয়েছেন তিনি।

আর সেই আগুনের উত্তাপই নাগা বাবার জন্য যথেষ্ট। সেই কাঠের ছাই-ই গোটা গায়ে মেখে রয়েছেন তিনি।

দূর দূরান্ত থেকে ভক্তরা এসে ভিড় করছেন নাগা বাবার আখড়াতে। এমনকী, সুদূর দুবাই থেকেও এসেছেন পূণ্যার্থীরা।

দূর দূরান্ত থেকে ভক্তরা এসে ভিড় করছেন নাগা বাবার আখড়াতে। এমনকী, সুদূর দুবাই থেকেও এসেছেন পূণ্যার্থীরা।

একদিকে যেমন প্রয়াগরাজের একটি আখড়ায় নাগা বাবার দরবারে ভিড় করছেন অনেকে, তেমনি শাহি স্নান করবেন বলে একরকম জেদ করেই সেখানে এসেছেন অক্সিজেন বাবা।2

একদিকে যেমন প্রয়াগরাজের একটি আখড়ায় নাগা বাবার দরবারে ভিড় করছেন অনেকে, তেমনি শাহি স্নান করবেন বলে একরকম জেদ করেই সেখানে এসেছেন অক্সিজেন বাবা।2

নাকে অক্সিজেনের নল, বিকল হয়েছে হৃদপিণ্ড। করোনা কেড়ে নিয়েছে শরীরের বল। কিন্তু মনের জোর কমেনি এতটুকুও। চিকিৎসকদের বারণ সত্ত্বেও তাই হরিয়ানা থেকে প্রয়াগরাজের ঝুসি আখাড়ায় ছুটে এসেছেন অক্সিজেন বাবা।

নাকে অক্সিজেনের নল, বিকল হয়েছে হৃদপিণ্ড। করোনা কেড়ে নিয়েছে শরীরের বল। কিন্তু মনের জোর কমেনি এতটুকুও। চিকিৎসকদের বারণ সত্ত্বেও তাই হরিয়ানা থেকে প্রয়াগরাজের ঝুসি আখাড়ায় ছুটে এসেছেন অক্সিজেন বাবা।

Published at : 17 Jan 2025 05:16 PM (IST)

আরও জানুন খবর

আরও দেখুন



Source link