<p>ABP Ananda Live: কুলটিতে ইসিএলের ১, ২ নম্বর কোলিয়ারিতে চাকরির তালিকা ঘিরে তুলকালাম। একপক্ষের তালিকা মানতে নারাজ আরেক পক্ষ। বেসরকারি সংস্থার হাতে কয়লা উত্তোলনের বরাত। স্থানীয়দের কাদের চাকরি? ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। ২পক্ষের সংঘর্ষে ৩জন আহত।</p>
<p> </p>
<p><strong>RG কর কাণ্ডে CBI-কে চিঠি নির্যাতিতার পরিবারের, অফিসারের বিরুদ্ধেই বিভাগীয় তদন্তের আর্জি</strong></p>
<p>আর জি করকাণ্ডের CBI তদন্ত নিয়ে ক্ষুব্ধ নিহত চিকিৎসকের পরিবার। তদন্তকারী অফিসার সীমা পাহুজার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করল অভয়ার পরিবার। সীমা এবং তাঁর টিমের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের আর্জি জানানো হল। দিল্লিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CBI) আধিকারিকদের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। (RG Kar Case)</p>
<p>CBI আধিকারিকদের দেওয়া চিঠিতে নির্যাতিতার পরিবার জানিয়েছে, আর জি করের ঘটনায় তদন্তে খামতি রয়েছে। তদন্তে যে খামতি রয়েছে, সেকথা মনে করছে শিয়ালদা আদালতও। শিয়ালদা আদালতের রায়ের প্রসঙ্গও চিঠিতে উল্লেখ করেছেন নির্যাতিতার মা-বাবা। চিঠিতে ফের পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। (RG Kar Victims Family)</p>
Source link
কুলটিতে ইসিএলের ১, ২ নম্বর কোলিয়ারিতে চাকরির তালিকা ঘিরে তুলকালাম

+ There are no comments
Add yours